দুর্গাপুর: পুলিশ একজন ব্যবসায়ীকে আটক করে লক্ষ লক্ষ টাকা চুরি করেছে! অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়।
পুলিশ ডাকাতি করেছে! ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একজন ব্যবসায়ীকে থামিয়ে এক কোটিরও বেশি নগদ টাকা চুরি করেছে। ইতিমধ্যেই এক এসএসআই ও এক স্কোয়াড কনস্টেবল-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় চরম অশান্তি ছড়িয়েছে দুর্গাপুরে।
[আরও পড়ুন]: ব্যবসায়ীকে আটক করে লক্ষ লক্ষ টাকা চুরি করল পুলিশ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী দিল্লির এক ঠিকাদার মুকেশ চাওলার সঙ্গে ব্যবসা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার ও সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরীকে ব্যবসায়িক অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ছিল।
[আরও পড়ুন]: Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীতে মেনে চলুন ১০ নিয়ম। উন্নতি আসবেই আসবে
সঙ্গীদের সঙ্গে কথা বলে দিল্লি ছেড়ে আসানসোলের দিকে রওনা দেন মুকেশ। সেখান থেকে নগদ ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতায় রেলের অফিসে জমা দেবার কথা ছিল। এই খবর পেয়ে দুর্গাপুরের ডিভিসি মোড়ে পিয়ালা কালী মন্দিরের কাছে তাঁর গাড়ি আটকান তিন পুলিশকর্মী। নিজেকে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ দাবি করে তারা তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে এবং টাকা হস্তান্তরের জন্য ভয় দেখায়। পরে ওই তিন পুলিশ কর্মকর্তা এলাকা ছেড়ে পালিয়ে যান। ওই রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন মুকেশ। তদন্তে নেমে অভিযুক্ত কর্মচারীদের গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে আসানসোলের ডিসি অভিষেক গুপ্তা বলেন, “এখনও পর্যন্ত এই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট আরও কয়েকজনকে খুঁজছি”।
________