Homeদেশনৌ বাহিনীতে শক্তিশালী তুশীল তমাল

নৌ বাহিনীতে শক্তিশালী তুশীল তমাল

এই বছরের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে

তারকেশ্বর TV: রাশিয়ায় তৈরি দুটি যুদ্ধজাহাজ এই বছরের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে। আইএনএস তুশীল এবং আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলবে। বহুল প্রত্যাশিত এই আগমন বছরের শেষার্ধে নির্ধারিত হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর জন্য দুটি যুদ্ধজাহাজ তৈরিতে রাশিয়া অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল। দুই বছর আগে ডেলিভারির কথা থাকলেও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। তবে কাজ এখন প্রায় শেষের পথে। সম্প্রতি, ভারতীয় নৌবাহিনীর একটি দল রাশিয়া থেকে ফিরে নিশ্চিত করেছে যে যুদ্ধজাহাজগুলি এই বছরের শেষের দিকে ভারতের কাছে হস্তান্তর করা হবে।

ভারতীয় নৌবাহিনীর চিফ অব ম্যাটেরিয়াল, ডিরেক্টরেট টিম নিয়ে জাহাজ নির্মাণ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি রাশিয়া সফর করেছিল। তারা নিশ্চিত করেছে যে উভয় জাহাজ সম্পূর্ণরূপে নির্মিত হয়েছে এবং বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। প্রথম জাহাজটি সমুদ্রে রাশিয়ার প্রযুক্তিবিদরা পরীক্ষা করছেন। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই তা দ্রুত ভারতে পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসেই ভারতে পৌঁছাবে রাশিয়ার তৈরি যুদ্ধজাহাজ আইএনএস তুশীল।

দ্বিতীয় যুদ্ধজাহাজটির নাম রাখা হয়েছে আইএনএস তমাল। বর্তমানে এটি নির্মাণ পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে জাহাজটিকে এখনো জলে নামানো হয়নি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরে জাহাজটি ভারতে এসে পৌঁছাবে।

রাশিয়ার সহায়তায় আরও দুটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারতে তৈরি হচ্ছে। গোয়া শিপইয়ার্ড লিমিটেডে জাহাজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। ২০২৬ সালের মধ্যে এই দুটি জাহাজ নৌবাহিনীর বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

________

Latest news

Related news