কলকাতা: লালবাজারের রাস্তায় নেমে জুনিয়র ডাক্তাররা পুলিশের মুখোমুখি হয়ে রাতভর ধর্নায় বসেন। সোমবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিটে ছিল এক অন্যরকম দৃশ্য। স্টেথোস্কোপ সরিয়ে রেখে জুনিয়র ডাক্তাররা গানে গানে গলা উঁচিয়ে প্রতিবাদের ঢেউ তোলেন। স্লোগানে আকাশ বাতাসও ভরে ওঠে। এদিকে ইউনিফর্ম পরা পুলিশ রাতভর জায়গামতো বসে রইল। এসবের মাঝেই ঘটে গেল এক ঘটনা।
[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…
টিভি নাইন বাংলার রিপোর্ট অনুযায়ী, সর্বত্র বিশাল ব্যারিকেড ছিল। একদিকে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচিতে বসেছিলেন, অন্যদিকে পুলিশ চেয়ারে বসেছিলেন। রাত পৌনে চারটে নাগাদ হঠাৎই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। ভোরের আলো ফোটার আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিট ধ্বনিত হয়ে ওঠে ‘জন গণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা’।
[আরও পড়ুন]: এবার আরজি কর নিয়ে বিরাট সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের।
জাতীয় সঙ্গীত শুরু মাত্রই পুলিশ অফিসাররা ধড়মড় করে উঠে দাঁড়িয়ে পড়েন। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘অবশেষে পুলিশ মাথা উঁচু করে দাঁড়াল। এরপরই পুলিশকর্মীদের দিকে জলের বোতল ও বিস্কুট বাড়িয়ে দেন বিক্ষোভকারীরা। জুনিয়র ডাক্তাররা উল্লেখ করেন যে পুলিশ এবং ডাক্তার উভয়ই মানুষ। সেই মনুষ্যত্বের কারণেই পাশে থাকার চেষ্টা। রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিট ছিল গান আর প্যারোডির ঝড়ে মুখরিত।
[আরও পড়ুন]: চরম সংকটে Y(ওয়াই) ক্রোমোজোম! শুধুই জন্মাবে মেয়ে? গবেষণা
রাত পার করে এখন মঙ্গলবার সকাল। জুনিয়র ডাক্তাররা এখনও রাস্তায় বসে রয়েছেন। কেউ কেউ গাইছেন, ‘পথে এবার নামো সাথী পথে হবে এ পথ চেনা’। কিন্তু এই পথ কি সত্যিই পথ দেখাবে? এটা সবে দিনের শুরু। অপেক্ষায় এবার কী ঘটে এই মঙ্গলবার!
________