Homeবিগ ব্রেকিংRain Update: আজও প্রবল বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় লেটেস্ট আপডেট

Rain Update: আজও প্রবল বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় লেটেস্ট আপডেট

ঝোড়ো হাওয়া বইতে পারে

তারকেশ্বর TV: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের কাছাকাছি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত সাগর উত্তাল থাকবে।

[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…

সোমবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই জেলার কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজও কলকাতা-সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার অন্যান্য এলাকাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরাঞ্চলের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

_______

এই মুহূর্তে

আরও পড়ুন