তারকেশ্বর TV: বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে থাকছে রাম মন্দিরের ছবি! জানা গিয়েছে, এই ঘড়িগুলির মধ্যে সীমিত সংখ্যক কয়েকটি অযোধ্যা রাম মন্দিরের ছবি থাকবে। সব মিলিয়ে মাত্র ৪৯টি বিশেষ ঘড়ি তৈরি করবে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোম্পানি। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই উদ্যোগ।
[আরও পড়ুন]: পেঁপের গুন জানলে সব ছেড়ে এটাই খাবেন
[আরও পড়ুন]: সঙ্গীর মন জিততে মেনে চলুন এই টিপস – প্রেমিকা হাঁটুর বয়সী হলেও ক্ষতি কি!
সুইস প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে তারা এই ঘড়িটি তৈরি ও বিক্রির জন্য ভারতের রিটেলার ইথোস ওয়াচের সাথে অংশীদারিত্ব করেছে। রাম মন্দিরের ঘড়ির চেহারা কেমন হবে? জানা গিয়েছে, ঘড়ির কাঁটা যেখানে ৯টার দিকে তাক করবে, সেখানেই থাকবে অযোধ্যার রামমন্দিরের ছবি। ঠিক উল্টো দিকে, ভগবান রাম এবং হনুমানের ছবি রয়েছে। ‘জয় শ্রীরাম’ লেখা থাকবে ঘড়ির ৬টার অবস্থানে। মূলত, এই ছবিটি একটি সাদা ডায়ালে কালো এবং ধূসর রঙে আঁকা হবে, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘড়ি হিসেবে পরিচিতি পাবে।
[আরও পড়ুন]: বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক, যেটি ৩৭০০ বছর আগের
[আরও পড়ুন]: মাথার উপরে ঝাঁকরা চুলের মতো পাতা। এই গাছ নিয়ে নানা অজানা কথা
ঘড়ির ব্যান্ডটি তৈরি করা হয়েছে গেরুয়া রঙ দিয়ে। সুইস প্রতিষ্ঠানটির মতে, ‘আধ্যাত্মিকতা, পবিত্রতা, প্রার্থনা- এই তিনটি জিনিস গেরুয়া রঙের ব্যবহারে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘড়ির প্রতিটি অংশে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য প্রতিফলিত হয়েছে। ভারতের ঐতিহ্যকে সম্মান জানাতেই এই ঘড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
কত দাম হবে এই বিশেষ ঘড়ির? লিমিটেড এডিশনের এই ঘড়িটি কেনা যাবে ৪১ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক ৩৪ লক্ষ টাকা। তবে সুইস সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ৪৯টি ঘড়ি তৈরি হয়েছে। এর মধ্যে ৩৫টি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
________