তারকেশ্বর TV: বিশিষ্ট শিল্পপতি রতন নাভাল টাটার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদবসহ ক্রীড়াজগতের অনেকেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটে। এই প্রথিতযশা ব্যক্তিত্বের প্রয়াণে দেশের ক্রীড়ামহল গভীর শোকাহত।
[আরও পড়ুন]: মডেল চা-ওয়ালি সিমরান, পরবর্তী বিগবস কন্টেস্টান্ট। তেমনি জল্পনা
রোহিত শর্মা ‘এক্স’ হ্যান্ডলে তাঁর শোকবার্তায় বলেন, “রতন টাটা ছিলেন সোনার হৃদয়ের অধিকারী, যিনি সবার কল্যাণের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর মতো মহান ব্যক্তিত্বকে আমরা চিরকাল স্মরণ করব।” সূর্যকুমার যাদবও শোকবার্তায় বলেন, “এটি একটি যুগের সমাপ্তি। রতন টাটা ছিলেন দয়া ও মমত্ববোধের উদাহরণ এবং এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর অবদান ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে।”
[আরও পড়ুন]: একের পর এক নক্ষত্রপতন বিনোদন জগতে
রতন টাটা শুধু শিল্পক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন। টাটা গোষ্ঠী আইপিএলের অন্যতম প্রধান স্পনসর এবং আইএসএল-এ জামশেদপুর এফসি-র মালিকানার সঙ্গে যুক্ত ছিল। এই কারণে তাঁর মৃত্যু ক্রীড়াজগতের জন্যও এক বিশাল ক্ষতি। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিংসহ ক্রীড়ামহলের অনেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
________