HomeদেশRatan Tata: প্রয়াত রতন টাটা। এবার টাটা গ্রুপের উত্তরসূরি কারা হবেন?

Ratan Tata: প্রয়াত রতন টাটা। এবার টাটা গ্রুপের উত্তরসূরি কারা হবেন?

শিল্পক্ষেত্রে রতন টাটার অসামান্য অবদান

তারকেশ্বর TV: টাটা সন্সের এমিরেটাস চেয়ারম্যান, রতন টাটা, বুধবার রাতে মুম্বাইয়ে ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দেশের অন্যতম সম্মানিত শিল্পপতি। সোমবার বয়সজনিত নিয়মিত চেকআপের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।

বুধবার তার মৃত্যুর কিছু সময় আগে তাকে নিবিড় পরিচর্যা বিভাগে (ICU) স্থানান্তর করা হয়। টাটা গ্রুপ, প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করে। RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে এই শোকসংবাদ প্রকাশ করেন।

[আরও পড়ুন]: প্রাণঘাতি কঙ্গো জ্বর হলে কি করবেন, আর কি করবেন না জানুন

রতন টাটা সোমবার এক্সে পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেছিলেন যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে তার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি টাটা পরিবারের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের দিকে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। যারা বর্তমানে ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠা করছেন।

এই উদীয়মান নেতৃত্বের মধ্যে রয়েছেন লিয়া, মায়া, এবং নেভিল—রতন টাটার সৎ ভাই নোয়েল নাভাল টাটার সন্তানরা। তারা টাটা গ্রুপের বিভিন্ন বিভাগে পেশাদারদের মতোই দায়িত্বশীল পদে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন।

[আরও পড়ুন]: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলারা ওই দিন করুন এই কাজ

লিয়া টাটা, যিনি তিনজনের মধ্যে সবচেয়ে বড়, মাদ্রিদের IE বিজনেস স্কুল থেকে মার্কেটিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৬ সালে টাটা গ্রুপে যোগ দেন। তাজ হোটেলস রিসর্টস অ্যান্ড প্যালেস-এ সহকারী বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন পর্যায়ে দক্ষতা অর্জন করেছেন।

মায়া টাটা তার কর্মজীবন শুরু করেন টাটা ক্যাপিটালে একজন বিশ্লেষক হিসেবে। টাটা ক্যাপিটাল টাটা গ্রুপের শীর্ষস্থানীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান।

[আরও পড়ুন]: নীতা আম্বানির স্বাস্থ্যকর ডায়েট লিস্ট

অপরদিকে, তাদের ভাই নেভিল টাটা ট্রেন্টে তার কর্মজীবন শুরু করেন। এটি একটি রিটেল চেইন। যেটি তাদের পিতা নোয়েল নাভাল টাটা প্রতিষ্ঠার জন্য সহায়তা করেছিলেন।

[আরও পড়ুন]: এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। আসছে সেই ফোন

রতন টাটা ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর প্রপিতামহ এক শতাব্দীরও বেশি সময় আগে প্রতিষ্ঠা করেছিলেন। তার অধীনে ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিসেস এবং ২০০৪ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও তিনি ২০১২ সালে চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। তিনি এখনও টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটর্স, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের এমিরেটাস চেয়ারম্যান হিসেবে যুক্ত আছেন। তিনি টাটা ট্রাস্টস-এর দায়িত্বও পালন করেন। যা ভারতের অন্যতম প্রধান দাতব্য প্রতিষ্ঠান।

শিল্পক্ষেত্রে তার অসামান্য অবদান তাকে ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। যা ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের অন্তর্ভুক্ত।

________

এই মুহূর্তে

আরও পড়ুন