Homeবিগ ব্রেকিংRG Kar: ‘২ সপ্তাহ পার! এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না?’ -...

RG Kar: ‘২ সপ্তাহ পার! এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না?’ – জিজ্ঞাসা স্বস্তিকার

অভিনেত্রী প্রশ্ন তোলেন, “কেউ কি ধরা পড়বে?

তারকেশ্বর TV: আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৪ অগস্ট মহিলাদের রাত দখল অভিযানের ডাক দিয়ে শুরু করে তিনি নাইট ডিউটি থেকে মেয়েদের জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত ছাড় নিয়ে প্রশ্ন তোলেন। এবার সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘দু’সপ্তাহ হয়ে গেল। সিবিআই কি এখনও কাউকে খুঁজে পাচ্ছে না?

৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রায় আট দিন ধরে সিজিও কমপ্লেক্সে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আর কাউকে গ্রেফতার করা যায়নি। মাত্র একজন ব্যক্তি কীভাবে এমন নৃশংস অপরাধ করতে পারেন, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও পুলিশের প্রাথমিক তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে আরজি কর মামলা নিয়ে ‘রাজনীতিকরণের’ অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। ট্রোল এবং মিমে ভরা সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের উদ্দেশ্যই যেন দিশেহারা! এই পরিস্থিতিতে ফের একবার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেত্রীর কাতর আর্জি, “যদি এমন একটি দুঃখজনক ঘটনা নজরে না আসে তবে আমাদের মেয়েদের জন্য আর কোনও আশা অবশিষ্ট নেই”। নিহতের মায়ের কষ্টের কথা ভেবে রাতে ঘুমাতে পারেন না স্বস্তিকা। নির্ঘুম রাতে নিজের মেয়ের মুখ বারবার কল্পনা করেন তিনি। স্বস্তিকা বলল, “আহারে। ওঁর বাবা মা কী নিয়ে বাঁচবে? এটা ভাবলেই আর ঘুম আসে না। নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।”  সেই ফেসবুক পোস্টেই অভিনেত্রী প্রশ্ন তোলেন, “কেউ কি ধরা পড়বে? কাউকে কি গ্রেফতার করা হবে? কেউ কি শাস্তির সম্মুখীন হবে? সিবিআই এখনও কাউকে খুঁজে পাচ্ছে না? প্রায় দু’সপ্তাহ হয়ে গেল”। সমাজের অনেক সচেতন নাগরিক স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথার সঙ্গে একমত পোষণ করে একই প্রশ্ন তুলছেন। এদিকে, আরজি কর মামলার ন্যায়বিচারের দাবিতে প্রতিদিন বিক্ষোভ অব্যাহত রয়েছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন