Homeদক্ষিণবঙ্গফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি! হাওড়ার পাঁচ জন নিখোঁজ।

ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি! হাওড়ার পাঁচ জন নিখোঁজ।

প্রথমে বাগনানের বাক্সী যান এবং পরে নৌকায় করে রূপনারায়ণ যান তারা

তারকেশ্বর TV: পিকনিক থেকে ফেরার পথে নৌকা ডুবে একই পরিবারের পাঁচজন নিখোঁজ হয়েছেন। রূপনারায়ণ নদীতে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হাওড়া জেলার বেলগাছিয়া থেকে একদল পরিবার পিকনিকে গিয়েছিল। প্রথমে বাগনানের বাক্সী যান এবং পরে নৌকায় করে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকুমড়া ঘাটের কাছে ত্রিবেণী পার্কে পৌঁছান তাঁরা।

দুর্ভাগ্যক্রমে, বৃহস্পতিবার বিকেলে পিকনিক থেকে ফেরার পথে তাদের নৌকা ডুবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে, নয়জনকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার খবরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বেলগেচিয়া এলাকায়। ডিস্ট্রিক্ট কালেক্টর দিপ্রিয়া পি জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। জড়িত সকল ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

“খুবই দুঃখজনক ঘটনা। এলাকার বেশ কয়েকজন মানুষ ও নিখোঁজদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে চলে গেছেন”। জানান বেলগাছিয়ার বাসিন্দা নিমাই মণ্ডল।

________

এই মুহূর্তে

আরও পড়ুন