Homeবিগ ব্রেকিংBardhaman News: দুর্গামন্দির থেকে চুরি হয়ে গেল প্রায় ৮০ লক্ষ টাকার গয়না।

Bardhaman News: দুর্গামন্দির থেকে চুরি হয়ে গেল প্রায় ৮০ লক্ষ টাকার গয়না।

রাত ১২টা ৪৮ মিনিটে ঘটনাটি ঘটে।

কেতুগ্রাম: নবমীর রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার ৩৫০ বছরের পুরনো এক দুর্গামন্দির থেকে চুরি হয়ে গেছে প্রায় ৮০ লক্ষ টাকার গয়না। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টোপাধ্যায় পরিবারের ওই মন্দিরে শুক্রবার গভীর রাতে চুরি হয়। সকালে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। ফুটেজে দেখা যায়, রাত ১২টা ৪৮ মিনিটে এক যুবক খালি পায়ে মন্দিরে ঢুকছে। তার পরনে ছিল গোলাপি ফুল শার্ট আর বারমুডা, আর মাথা গামছা দিয়ে ঢাকা। মন্দিরে ঢুকে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ— সবার মূর্তি থেকে গয়না খুলে নিয়ে সে বেরিয়ে যায়।

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, প্রায় ৪০০ ভরি রুপো ও ২০ ভরির সোনার গয়না চুরি হয়েছে। চট্টোপাধ্যায় পরিবারের তরফে জানানো হয়, এক সময় বর্ধমানের রাজা মন্দিরের জন্য জমি দান করেছিলেন এবং সেই জমি থেকে আয় করা অর্থ দিয়ে পুজোর খরচ চালানো হত।

আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, পরিবারের লোকজন নিয়ে গঠিত একটি ট্রাস্টই মন্দিরের পুজো পরিচালনা করে থাকে। ট্রাস্টের সম্পাদক অরূপ কুমার জানিয়েছেন, চুরির রাতে তারা পাহারায় ছিলেন না। কারণ পুজোর আচার শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে এসে দেখা যায় মন্দিরের পাশের গেটের তালা ভাঙা এবং গয়না সব গায়েব। আনুমানিক ৮০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে। আর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন