তারকেশ্বর TV: পশ্চিমবঙ্গের S.N. Bose National Centre for Basic Sciences, যা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে পরিচালিত একটি কেন্দ্রীয় সংস্থা, গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম: গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট
বেতন: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা মূল বেতন, কেন্দ্রীয় সরকারের 7th CPC অনুযায়ী। মাসিক ইন-হ্যান্ড বেতন হবে প্রায় ৩৭,২৪৮ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের ক্লার্কিয়াল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস ব্যবস্থাপনা, মিটিং পরিচালনা ও আয়োজনের কাজ জানতে হবে। পাশাপাশি, ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা (কথা বলা, পড়া, ও লেখা) থাকা জরুরি।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। পূর্ণাঙ্গ আবেদনপত্র যথাযথ ডকুমেন্টসহ নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর লিখতে হবে “Application for the position of Guest House Assistant”।
আবেদন পাঠানোর ঠিকানা: Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD, Sector-III, Salt Lake, Kolkata-700106
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২৪
________