Homeহুগলীহুগলির গুড়াপে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭

হুগলির গুড়াপে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭

তারকেশ্বর TV: হুগিলর গুড়াপে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের৷ মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে৷ পূর্ব বর্ধমানের সীমান্ত লাগোয়া গুড়াপের কাংসারিপুরে জাতীয় সড়কের উপরে যাত্রী বোঝাই একটি টোটোকে ধাক্কা মারে দ্রুত গতির একটি ডাম্পার৷ যার জেরে চালক সহ টোটোয় থাকা সাত জনেরই মৃত্যু হয়েছে৷

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদের নাম বিহান বেরা (২), বিদ্যুৎ বেরা (২৯) এবং প্রীতি বেরা (২২)। হুগলির ভাস্তারা এলাকার বাসিন্দা ছিলেন সৃজা ভট্টাচার্য (২০)। রামপ্রসাদ দাস (৬২) ও নূপুর দাস (৫০) পান্ডুয়ার রামেশ্বরপুরের বাসিন্দা। গুরাপ থানার ভোতার এলাকার টোটো চালক সৌমেন ঘোষ (২৩) দুর্ভাগ্যবশত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

________

Latest news

Related news