HomeবিনোদনSahrukh Khan: অসুস্থ শাহরুখ! কি হল কিং খানের?

Sahrukh Khan: অসুস্থ শাহরুখ! কি হল কিং খানের?

আহমেদাবাদে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান

তারকেশ্বর TV: আহমেদাবাদে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। তাঁকে কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের পর বুধবার সকাল ১১টা নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এরপর দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসা শেষে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। যদিও শাহরুখের দলের পক্ষ থেকে এখনও কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিতে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। চেনেন?

আরও পড়ুন: বল তুই আমাকে ভালবাসিস। বলেই ছেলেটির মাথাটা দিল ঠুকে!

আরও পড়ুন: মেট্রো স্টেশন এ ঝঞ্ঝাট মেটাবে আপনার স্মার্ট ফোন।

আইপিএলের প্রভাবে কলকাতায় প্রায়ই শাহরুখ খানকে দেখা যায়, ইডেন গার্ডেন্সে দলের জন্য গলা ফাটাতে দেখা যায়। অভিনেতা তার ব্যস্ত সময়সূচীর মধ্যেও দলের মনোবল বাড়াতে ব্যর্থ হন না।

সোমবার বান্দ্রার বিশেষ ভোট কেন্দ্রে সপরিবারে হাজির হন বাদশা। তার পরনে ছিল নীল রঙের ডেনিম ও কালো টি-শার্ট। আর ছিল পনিটেল আর সানগ্লাসে।

২০২৩ সালে বড় পর্দায় কামব্যাক করেন শাহরুখ। তিনি বছর শুরু করেন ‘পাঠান’ দিয়ে, তারপরে মাঝখানে ‘জওয়ান’ এবং শেষ করেন ‘দঙ্গল’ দিয়ে। প্রতিটি হিটের সাথে তিনি প্রমাণ করেন যে বাদশার সিংহাসন এখনও তার নামেই শ্রেয়।

_________

Latest news

Related news