Homeবিগ ব্রেকিংHowrah: গঙ্গায় ডুবে গেল লরি। শিবপুর ঘাটে ব্যাপক আতঙ্ক

Howrah: গঙ্গায় ডুবে গেল লরি। শিবপুর ঘাটে ব্যাপক আতঙ্ক

চাকার নীচে কাঠের একটি পুরু টুকরো রাখা হয়েছিল

হাওড়া: বিশ্বকর্মার মূর্তি বিসর্জনের চেষ্টা করার সময় একটি লরি গঙ্গায় ভেসে যায়। উপস্থিত লোকজন সাঁতরে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন। বুধবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে শিবপুর ঘাটে।

[আরও পড়ুন]: স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার। ইন্সটাগ্রাম নিয়ে উৎসুক ইউজাররা

গঙ্গায় ডুবে যাওয়া লরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবপুর পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও হাওড়া পুরসভার কর্মীরা। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লরিটি ব্রেক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের ঢালের কাছে নদীতে পড়ে যায়।

বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জনের সময় ঠিক কী ঘটেছিল?

Search Special image

বিসর্জনের জন্য আসা লোকজন জানিয়েছেন, লরিটি শিবপুরে গঙ্গার কাছে নদীর তীরে পৌঁছে ঢাল বেয়ে জলের কাছাকাছি চলে আসে। এটা করা হয়েছিল যাতে বিশ্বকর্মার মূর্তি দুটো লরি থেকে সহজেই গঙ্গায় নামানো যায়। লরিটি ঠিক জলের প্রান্তে অবস্থিত ছিল এবং এমনকি পিছনের চাকার নীচে কাঠের একটি পুরু টুকরো রাখা হয়েছিল যাতে এটি ঢাল বেয়ে গড়িয়ে পড়তে না পারে। কিন্তু অপ্রত্যাশিতভাবে লরিটি ঢাল বেয়ে গঙ্গার দিকে পিছলে যেতে শুরু করে।

[আরও পড়ুন]: খুব তাড়াতাড়ি পৃথিবীতে ২৫ ঘণ্টায় এক দিন হবে। কেন জানলে চমকে যাবেন

[আরও পড়ুন]: কিভাবে ঝাট দেবেন ঘর? কোন ছবি রাখলে হবে উন্নতি? বাস্তুর এই নিয়মেই টাকার অভাব ঘুঁচবে

মুহূর্তের মধ্যে লোকজন সমেত সেটি নদীতে পড়ে যায়। লরিটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই চালকসহ ২০ জন লাফ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। কোনওরকমে তাঁরা সাঁতরে নিরাপদ স্থানে উঠে আসেন। এই ঘটনায় শিবপুর ঘাটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ দ্রুত পৌঁছে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে লরিটিকে জল থেকে টেনে তোলে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

________

এই মুহূর্তে

আরও পড়ুন