তারকেশ্বর TV: দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে এক ধরনের বোতলের সন্ধান পান। গবেষণা অনুযায়ী, বোতলটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক। বয়স ৩৭০০ বছর। দক্ষিণ ইরানের জিরোফত এলাকায় এই প্রসাধনী পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা ২০০১ সালে জিরোফাত এলাকায় একটি বোতলের ভেতর উজ্জ্বল লাল লিপস্টিক আবিষ্কার করেন। প্রসাধনী পাওয়া গেলেও এর বয়স নিশ্চিত করতে পারেননি তারা। প্রায় বিশ বছর পর ব্যাপক গবেষণার পর অবশেষে লিপস্টিকের সঠিক বয়স নির্ণয় করা হলো।
রেডিওকার্বন ডেটিং ব্যবহারের মাধ্যমে গবেষকরা প্রমাণ করেছেন যে লিপস্টিকটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন। ৩৭০০ বছর পুরনো এই লিপস্টিকটি ১৬৮৭ খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল বলে ‘জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে।
প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন লিপস্টিকে হেমাটাইট থাকে, একটি খনিজ যা এটিকে তার লাল রঙ দেয়। লিপস্টিকের উজ্জ্বল লাল আভা আসে এই অক্সাইড মিনারেল থেকে। এই লিপস্টিকটি একটি সুন্দর খোদাই করা বোতলের মধ্যে রাখা।
________