Homeবিগ ব্রেকিংGhatal: ভাগ্যের নির্মম পরিহাস! জন্মদিনের আগের দিনই কিশোরীর মৃত্যু হল সাপের কামড়ে

Ghatal: ভাগ্যের নির্মম পরিহাস! জন্মদিনের আগের দিনই কিশোরীর মৃত্যু হল সাপের কামড়ে

পায়েলের জন্ম হয়েছিল দুর্গাপুজোর অষ্টমীতে

ঘাটাল: রাত পোহালেই জন্মদিন। এ বছর চার বছরে পা দেওয়ার কথা ছিল পায়েলের। বাবা তার জন্য কিনে এনেছিলেন খেলনা আর পুতুলের সম্ভার। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস! জন্মদিনের আগের দিনই বিষাক্ত গোখরোর ছোবলে প্রাণ হারাল ছোট্ট পায়েল। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকায় এই মর্মান্তিক ঘটনা পুজোর সব আনন্দ এক ঝটকায় শেষ করে দিয়েছে। মা-বাবা শোকে ভেঙে পড়েছেন, প্রতিবেশীরাও স্তব্ধ। মেয়ের জন্য কেনা খেলনা আর পুতুল জলে ভাসিয়ে অঝোরে কাঁদছেন পায়েলের মা-বাবা।

[আরও পড়ুন]: কামান দেগেই মল্লভূমে অষ্টমীর সূচনা। ঠিক যেন যুদ্ধক্ষেত্র

পায়েলের জন্ম হয়েছিল দুর্গাপুজোর অষ্টমীতে, তাই আদর করে সবাই তাকে ‘অষ্টমী’ বলে ডাকত। তার জন্মদিনও প্রতিবছর অষ্টমীতেই পালন করা হতো। এবারও চার বছরে পা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেই আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করছিল পায়েল। তখনই ফ্রিজের নিচে লুকিয়ে থাকা গোখরো সাপ ছোবল মারে। মেয়ে সঙ্গে সঙ্গে মাকে গিয়ে বলে, “মা, সাপ কামড়েছে পায়ে।”

[আরও পড়ুন]: এবার হ্যাক হয়ে গেল জনপ্রিয় ইউটিউবার রনভীর এল্লাবদিয়ার চ্যানেল

[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন

ততক্ষণে মা-বাবার চিন্তার আর শেষ নেই। মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে না গিয়ে প্রথমেই ছুটে যান ওঝার কাছে। কিন্তু কিছুতেই কাজ হয়নি। একের পর এক ওঝার চেষ্টাও ব্যর্থ হয়। যখন শেষমেশ পায়েলকে ক্ষীরপাই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তাররা জানান, অনেক আগেই পায়েলের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে।

পরে বনদপ্তর এসে দেখে, পায়েলের বাড়িতে ঢুকেছিল একজোড়া গোখরো সাপ। বন্যার কারণে সাপেদের আনাগোনা বেড়েছে এলাকায়। সেভাবেই হয়তো সাপগুলো বাড়িতে ঢুকে পড়ে, আর তাদের এক ছোবলেই পায়েলের জীবন শেষ হয়ে যায়।

________

এই মুহূর্তে

আরও পড়ুন