Homeবিগ ব্রেকিংFarakka Barrage: আবার শিরোনামে ফারাক্কা ব্যারেজ। এবার ঘটনা লালগোলায়

Farakka Barrage: আবার শিরোনামে ফারাক্কা ব্যারেজ। এবার ঘটনা লালগোলায়

ফরাক্কা ব্যারাজ থেকে আচমকাই জল ছাড়ে

লালগোলা: মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক-বাবুঘাট এলাকায় বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর প্রায় শুকনো শাখায় স্নান করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, ফরাক্কা ব্যারাজ থেকে আচমকাই জল ছাড়ায় নদীর জলস্তর হঠাৎ বেড়ে গিয়ে দুই ছাত্র তলিয়ে যায়। পরে তাদের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Search Special image

পুলিশের তথ্যানুযায়ী, মৃতদের নাম আলতামাস কবীর (১৩) এবং খালিদ হাসান (১৭)। আলতামাস সপ্তম শ্রেণিতে এবং খালিদ একাদশ শ্রেণিতে পড়ত। দু’জনেই লালগোলার আল মামুন মডেল স্কুলের ছাত্রাবাসে থাকত।

[আরও পড়ুন]: মায়ের ফটোকপি। দর্শকদের মুগ্ধ করলেন রবিনার মেয়ে।

বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার আগে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা আষাড়িদহ এলাকায় বাবুঘাটের কাছে পদ্মার শাখায় স্নান করতে নামে। হঠাৎ নদীতে জল বেড়ে যাওয়ায় তারা ভেসে যায়। স্থানীয় বাসিন্দা রজব মণ্ডল জানান, “এই নদীতে সারা বছর জল থাকে না, ফরাক্কা ব্যারাজ থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় জলস্তর বেড়ে গেছে। জলস্তর বাড়তেই আছে”।

[আরও পড়ুন]: সমালোচনার মুখে ঐশ্বর্যা রাই বচ্চন। তাকে ‘টেকো’ – ও বলা হল।

ঘাটে থাকা অন্য কিশোররা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ মিলে উদ্ধারকাজে নেমে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তখনই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

________

এই মুহূর্তে

আরও পড়ুন