তারকেশ্বর TV: ট্রেন ভ্রমণের নিয়মে একটি বড় পরিবর্তন হয়েছে। জুলাই মাস থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এসব নিয়ম না জানলে ট্রেনে ভ্রমণের সময় বিপদে পড়তে পারেন যাত্রীরা। নিয়ম ভাঙলেও মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। এই প্রথম ওয়েটিং টিকিট নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রেল। নিয়ম যাতে ভাঙা না হয়, তা নিশ্চিত করতে টিটি-দের কড়া নির্দেশও দেওয়া হয়েছে।
[আরও পড়ুন]: জরায়ুর ক্যানসার রোধে টিকাকরণে জোর রাজ্যে। বিয়ের আগেই ভ্যাক্সিন
আসলে ওয়েটিং টিকিটে রিজার্ভেশন কামরায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রেল। তাই টিকিট কনফার্ম না হলে এসি বা স্লিপার কোচে যাতায়াত করতে পারবেন না। এমনকি যদি আপনি কোনও স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তবুও এই ধরণের টিকিট দিয়ে সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না।
সংরক্ষিত কোচে কনফার্ম টিকিট বাস্তবায়নের সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবেন, তবে অপেক্ষমাণ টিকিটযুক্ত যাত্রীদের উপর এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
[আরও পড়ুন]: Amitabh Bachchan: বয়স হয়ত হয়েছে তবু পারফম্যান্সে অটুট। ‘বুঢঢা হোগা তেরা বাপ’
জুলাইয়ের আগে ভারতীয় রেলের নিয়ম ছিল যে স্টেশন থেকে কোনও যাত্রী ওয়েটিং টিকিট কিনলে তাঁরাও সংরক্ষিত কামরায় সফর করতে পারবেন। কারও কাছে এসি কোচের ওয়েটিং টিকিট থাকলে তারা এসি কোচে যাতায়াত করতে পারতেন। স্লিপারের টিকিট থাকলে তারা স্লিপার কম্পার্টমেন্টে যাতায়াত করতে পারতেন। এখন সেই নিয়ম বদলেছে।
[আরও পড়ুন]: ঝুড়ি ঝুড়ি পেইন কিলার খাচ্ছেন? ঘনিয়ে আসবে মৃত্যু!
আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন এবং এটি নিশ্চিত না হয় তবে এটি বাতিল করুন এবং আপনার অর্থ ফেরত পান। ট্রেনের নিয়ম অনুযায়ী, কোনো যাত্রীকে ওয়েটিং টিকিট দিয়ে সংরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা গেলে ৪৪০ টাকা জরিমানা করা হবে। এছাড়া টিকিট কালেক্টর তাদের ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন। প্রায় ৫ হাজার যাত্রীর অভিযোগের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে রেল। অভিযোগ, সংরক্ষিত কোচে ভিড় থাকায় অসুবিধা হচ্ছে অনেক বেশি।
________