HomeJobPM Internship Scheme: আজ থকে শুরু। ইন্টার্ন শিপের মহা ধামাকা। দশমীতেই শুরু...

PM Internship Scheme: আজ থকে শুরু। ইন্টার্ন শিপের মহা ধামাকা। দশমীতেই শুরু কেরিয়ার

২০০ টা কোম্পানি এই রেজিস্টার করেছে

তারকেশ্বর TV: শুরু হয়ে গেছে পিএম ইন্টার্নশিপ স্কিমের ফর্ম ফিলাপ প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের স্কিমের অধীনে হাজার হাজার ইন্টার্নশিপের সুযোগ।

রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০০ টা কোম্পানি এই সরকারি স্কিমে রেজিস্টার করেছে। সরকারের লক্ষ্য, মোট ১.২ লাখ ইন্টার্নশিপ অফার করা। আইটিসি, রিলায়েন্স রিটেল, এল অ্যান্ড টি, টেক মহিন্দ্রা, টিসিএস-এর মতো বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে।tarakeswar job special image

১২ অক্টোবর অর্থাৎ আজ থেকে, ইন্টার্নশিপের আবেদন করা যাবে। ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে, ২৬ অক্টোবর হবে শর্টলিস্ট, আর ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে কোম্পানিগুলো ইন্টার্ন বেছে নেবে। প্রত্যেক প্রার্থীকে সর্বোচ্চ তিনটে অফার দেওয়া হতে পারে।

[আরও পড়ুন]: S.N. Bose National Centre -এ নিয়োগ। উচ্চমাধ্যমিক হলেই হবে

ইন্টার্নশিপে আগ্রহীরা www.pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। শর্টলিস্ট হওয়া প্রার্থীদের তালিকা ২৬ অক্টোবরের মধ্যে কোম্পানিগুলো পাবে। বিজয়াদশমীর দিনেই সরকার রেজিস্ট্রেশনের জন্য বেছে নিয়েছে।

[আরও পড়ুন]: ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ

ইন্টার্নশিপ শুরু হবে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে। নির্বাচিত প্রার্থীদের জন্য বিমার সুবিধাও থাকবে। যেখানে সরকারের তরফ থেকে প্রিমিয়াম দেওয়া হবে। কোম্পানিগুলোও অতিরিক্ত দুর্ঘটনা বিমা কভার দিতে পারে।

[আরও পড়ুন]: ONGC Recruitment: কলকাতা জোনে ITI পাশে নিয়োগ, নিয়োগ করবে ONGC

এই স্কিমের অধীনে ইন্টার্নরা প্রতি মাসে ৫ হাজার টাকা পাবেন। আর ইন্টার্নশিপের শুরুতেই ৬ হাজার টাকা দেওয়া হবে। পুরো এক বছরে ইন্টার্নরা মোট ৬৬ হাজার টাকা আয় করতে পারবেন। সরকার জানিয়েছে, এই অর্থ বছরে ১.২ লাখ যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন