HomeকলকাতাChhanda Sen: প্রয়াত কলকাতা দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদ পাঠিকা

Chhanda Sen: প্রয়াত কলকাতা দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদ পাঠিকা

বুধবার রাত আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

কলকাতা: চলে গেলেন কলকাতার দূরদর্শনের কিংবদন্তি সংবাদ উপস্থাপক ছন্দা সেন। বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি উপস্থাপক।

[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন

১৯৭৪ সালে তিনি অল ইন্ডিয়া রেডিওতে (All India Radio) যোগ দেন। কিন্তু পরের বছর, ১৯৭৫ সালে, তিনি কলকাতা দূরদর্শনে একজন সংবাদ পাঠিকা হিসাবে উপস্থিত হন। শুরু থেকেই তার সংবাদ উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করে। ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। বৃহস্পতিবার কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে তাঁর মৃতদেহ আকাশবাণী ভবনে নিয়ে আসা হবে।

[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?

সময়টা ছিল গত শতকের সাতের দশক। রেডিও তখনও জনপ্রিয়তার শীর্ষে। এই সময় কলকাতা টেলিভিশনের দিকে মনোনিবেশ করে। তখনই কিছু মুখ মানুষের বসার ঘরে নিয়মিত হতে শুরু করে এবং ছন্দা সেন তাদের মধ্যে অন্যতম। শুরু থেকেই তার দৃঢ় ব্যক্তিত্ব ও ব্যতিক্রমী ডেলিভারি দর্শকদের মুগ্ধ করে। তিনি দ্রুত খ্যাতি অর্জন করেছিলেন। তার কণ্ঠে, “খবর পড়ছি, ছন্দা সেন” আইকনিক হয়ে ওঠে। টেলিভিশন ও নিউজ চ্যানেলের যুগের আগে থেকেই হিন্দি ও ইংরেজি খবরের মতো বাংলা সংবাদ পাঠে এক গম্ভীর ও কেন্দ্রীভূত পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। ছন্দার প্রয়াণ একটি স্বর্ণ যুগের সমাপ্তি।

________

এই মুহূর্তে

আরও পড়ুন