Homeবিগ ব্রেকিংViswa Bharati University: ছাত্রীর 'অস্বাভাবিক' মৃত্যু। তোলপাড় বিশ্বভারতী

Viswa Bharati University: ছাত্রীর ‘অস্বাভাবিক’ মৃত্যু। তোলপাড় বিশ্বভারতী

কলা অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

বোলপুর: আরজিআই ইস্যুতে যখন রাজ্যে অশান্তি, তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ‘অস্বাভাবিক’ মৃত্যুর মর্মান্তিক ঘটনা ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। শিক্ষক দিবসে ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য চড়ায়। জানা গিয়েছে, মৃত ছাত্রী অনামিকা সিং কলা অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। তার মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী বেশ কিছুদিন ধরে একা থাকতেন এবং খুব কম কথা বলছিলেন। তিনি ক্যাম্পাসের কাছে আম্রপালি ছাত্রাবাসে থাকতেন। শিক্ষক দিবস উপলক্ষে শিল্প সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। হঠাৎ করেই তার অসুস্থতার খবর সামনে আসে। হোস্টেল কর্তৃপক্ষ তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ভাগ্যবশত তিনি বাঁচেননি।

তাঁর মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কেন তিনি বেশ কিছুদিন ধরে একা ছিলেন? তিনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হঠাৎ কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি? এসব জিজ্ঞাসাই এখন ক্যাম্পাস জুড়ে ঘুরে বেড়াচ্ছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও সাড়া মেলেনি। শান্তিনিকেতন পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন