তারকেশ্বর TV: এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা। মে মাস এগিয়ে আসছে। গরম কি বাড়বে? রবিবার বিকেলে আবহাওয়া অফিস আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। দেখা যাচ্ছে, রবিবার রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে তাপমাত্রায় বড় পতন হবে।
রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় গত এক সপ্তাহ ধরে কোথাও তাপপ্রবাহ, কোথাও বা তীব্র তাপপ্রবাহ চলেছে। রবিবারের পূর্বাভাসে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও মৃদু বাতাস বয়ে যেতে পারে।
বৃষ্টি হলেও এসব জেলা বা তাদের আশপাশের জেলাগুলোর তাপমাত্রার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। হাওয়া অফিস সূত্রে খবর, মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের তাপমাত্রার লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপমাত্রার জন্য এখনও লাল সতর্কতা রয়েছে, অন্যান্য দিনের মতো নয়, সেখানেও তাপপ্রবাহে তাপমাত্রার জন্য লাল সতর্কতা না থাক, তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সেখানেও।
রবি থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অফিস অবহিত করেছে যে, বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার অবস্থার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ছয় জেলায় লাল সতর্কতা জারি থাকবে।
বুধবার মে মাসের প্রথম দিন। আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত থাকলেও লাল সতর্কতা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে এই গরম আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে আশার কথা হল, মে মাসে তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আলিপুর।
________