তারকেশ্বর TV: দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপ হলে উৎসবের আমেজ কমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে এই মুহূর্তে এর শক্তি বা দিক নির্ণয় করতে পারছেন না আবহাওয়াবিদরা। আগামী দিনে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছে হাওয়া অফিস।
[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
[আরও পড়ুন]: মিঠুন চক্রবর্তীকে তার ছেলেরা বাবা বলে ডাকতে সংকোচ বোধ করে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, দিনাজপুর, মালদহের আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থাকায় দিনের আবহাওয়া অস্বস্তিকর অনুভূত হবে।
________