Homeগাড়ি-বাইকRoyal Enfield: চর্চায় রয়্যাল এনফিল্ড গেরিলা, ভারতে আসছে কবে?

Royal Enfield: চর্চায় রয়্যাল এনফিল্ড গেরিলা, ভারতে আসছে কবে?

17 জুলাই স্পেনের বার্সেলোনা শহরে উন্মোচিত হয়ে গেল রয়্যাল এনফিল্ড গেরিলা

তারকেশ্বর TV: 17 জুলাই স্পেনের বার্সেলোনা শহরে উন্মোচিত হয়ে গেল রয়্যাল এনফিল্ড গেরিলা। চলতি মাস থেকেই ভারতে পাওয়া যেতে পারে এই বাইক। এটি কোম্পানির দ্বিতীয় 450 সিসির মোটরসাইকেল। ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে রয়্যাল এনফিল্ড গেরিলা। এক ঝলক দেখে নেওয়া যাক কি কি থাকছে নতুন এই মডেলে?

বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 450 সিসি ইঞ্জিন থাকতে পারে। সঙ্গে রয়েছে 6টি স্পিড গিয়ার, স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ। বাইকটিতে দেখা যাবে রাউন্ড টিএফটি (TFT) ইনস্ট্রুমেন্ট কনসোল, এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটির মতো স্মার্ট ফিচার। উভয় চাকায় থাকবে ডিস্ক ব্রেক। অতিরিক্ত সুবিধার জন্য আপনি একটি ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) পাবেন।

আধুনিক ক্লাসিক ডিজাইনের মিশ্রণে আসবে এই বাইকটি। এতে থাকবে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ও 17 ইঞ্চি হুইল। আশা করা হচ্ছে বাইকের একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। আর সেই ভ্যারিয়েন্টগুলোর উপর নির্ভর করে আপনি ফিচার ও কালার অপশন পেতে পারেন। তবে রয়্যাল এনফিল্ড গেরিলা লঞ্চ হলে বেশ কিছু জনপ্রিয় বাইক চ্যালেঞ্জের মুখে পড়বে।

ভারতে সদ্য লঞ্চ হওয়া হিরো ম্যাভরিক (এই বছর), ট্রায়াম্ফ স্পিড 400, হোন্ডা সিবি 300R, হার্লে-ডেভিডসন X440 এবং নতুন বাজাজ পালসার NS400Z এনফিল্ড গেরিলার সাথে প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত। গরিলার পর এবার আরও বেশ কয়েকটি বাইক লঞ্চ করতে পারে রয়্যাল এনফিল্ড। এতে দেখা যেতে পারে, নতুন 650 সিসি ও 350 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল আসতে পারে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন