HomeUncategorizedজ়াহির, দেখে নেব তোমাকে। - সোনাক্ষীর বিয়েতে বর জাহিরকে হুমকি হানি সিং...

জ়াহির, দেখে নেব তোমাকে। – সোনাক্ষীর বিয়েতে বর জাহিরকে হুমকি হানি সিং – এর

মুম্বই বিমানবন্দরে নামতে দেখা যায় গায়ক হানি সিংহকে। কারণ, প্রিয় বান্ধবী সোনাক্ষীর সিন্হার বিয়ে। বিরাট আয়োজন নয়, বরং নিজের ফ্ল্যাটে ঘরোয়া ভাবেই বিয়ে হয় সোনাক্ষী ও জ়াহির ইকবালের। রাতে একটি রেস্তরাঁয় ছিল রিসেপশনের অনুষ্ঠান। সেখানেই সন্ধ্যা নাগাদ ঢোকেন হানি। রাত দেড়টা নাগাদ যখন অনুষ্ঠানকক্ষ ছাড়েন, তখন ছুটে যান আলোকচিত্রীদের দিকে। তাঁদের জিজ্ঞেস করেন, ‘‘এখনও কী করছেন তাঁরা সেখানে?’’ তার পরই ক্যামেরায় সোনাক্ষীর স্বামী জ়াহিরকে রীতিমতো শাসিয়ে গেলেন গায়ক।

________

Latest news

Related news