HomeপাঁচমিশালিCovid-19: জানুয়ারিতে ছয়লাপ করোনা! আবার অতিমারি?

Covid-19: জানুয়ারিতে ছয়লাপ করোনা! আবার অতিমারি?

আবার গৃহবন্দিত্ব? আবার সোশ্যাল ডিসট্যান্সিং? আবার মাস্ক-লকডাউনের চোখ-রাঙানি? কথাগুলি উঠছে, কারণ, শোনা যাচ্ছে, ফের আসতে চলেছে করোনার নতুন ঢেউ। এবং জানুয়ারি মাসের শেষেই ফের আক্রান্তের সংখ্যা আকাশছোঁয়া হতে পারে। ফিরে আসতে পারে অতিমারিও। এমনই আশঙ্কা প্রকাশ করছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (NHC)। পরিস্থিতি সামাল দিতে করোনা-বিধি মেনে চলার পরামর্শ তাদের।

এনএইচসি-র মুখপাত্র মি ফেং জানান, নতুন বছরের শুরু থেকে হাসপাতালগুলিতে জ্বর, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে ১ জানুয়ারির পরিসংখ্যান অনুযায়ী, হাসপাতালগুলিতে কোভিড পরীক্ষার হার কম ছিল। পরীক্ষা হলে হয়তো অন্য কিছু বেরিয়ে আসত। তা ছাড়া, JN.1 ভ্যারিয়েন্টের স্ট্রেন যেভাবে ক্রমশ দাপট বাড়াচ্ছে, তাতে সংক্রমণ বাড়তে পারে বলেই আশঙ্কা তাঁর।

বিশেষজ্ঞদের মতে, শীত ও বসন্তের মরশুমে সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ বাড়ে। তবে ক্রমাগত JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ঘরোয়া ইনফ্লুয়েঞ্জায় সংক্রমণের গ্রাফ ইদানীং নিম্নগামী বলে জানাচ্ছেন চিনের ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের প্রধান ওয়াং দায়ান।  করোনার বাড়বাড়ন্তের আগাম সতর্কতা হিসাবে মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়ার উপরই জোর দিচ্ছেন তিনি।

কোভিডের নতুন ঢেউ ও ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে সকলকে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা ও কো-মর্বিডিটি রয়েছে এমন মানুষজনকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালগুলিতে ওষুধ, অক্সিজেনের ব্যবস্থা রাখার পরামর্শও দেওয়া হচ্ছে।

এদিকে, পাঁচসপ্তাহের বাড়বাড়ন্তের পর অবশেষে ভারতে করোনা-গ্রাফ কিছুটা নিম্নগামী। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সংক্রমণের হার প্রায় ২৫ শতাংশ কমেছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন