Homeকলকাতাচরম সিদ্ধান্ত লেখকের, ওই মলাটে বইটা বেরবে না

চরম সিদ্ধান্ত লেখকের, ওই মলাটে বইটা বেরবে না

কলঙ্কিত রবীন্দ্রনাথ! তাও আবার এক বাঙালির হাতে!

তারকেশ্বর TV: কলঙ্কিত রবীন্দ্রনাথ! তাও আবার এক বাঙালির হাতে! কবিগুরুরকে নিয়ে লেখা একটি বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) উপস্থাপিত করা হয়েছে। এ ঘটনায় সমাজে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। মানসিকতায় আর কত অবনমন দেখব – বলেছেন অনেকেই। তিনি বাঙালি সংবেদনশীলতার মূর্ত প্রতীক। বিকৃত রুচির মানুষগুলোও সেই কবিগুরুকে পিছু ছাড়েনি!

আরও পড়ুন: নিয়ম বদলে গেল UTS অ্যাপে। ২০ কিমি লিমিট উঠে গেল

বিতর্কিত বইটির নাম পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘রবীন্দ্রনাথের প্রথম জীবনী’। অভিযোগ রয়েছে, বইটির প্রচ্ছদ কবিকে অসম্মান করে ডিজাইন করা হয়েছে। প্রকাশক সুমন ভৌমিক নিজেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কর্তৃপক্ষের অনুমোদন পেলেই বইটি প্রকাশিত হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বইয়ের ছবি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলায় মানুষ এর সমালোচনা করছে। চিকিৎসক শুভশংকর রায় লিখেছেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে যারা এ ধরনের বিতর্ক সৃষ্টি করছেন, তারা কবি সম্পর্কে তাদের আগ্রহ ও জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন। রিয়েলিটি শো শিল্পী চন্দ্রিকা বিশ্বাসের কথায়, ‘যারা বইয়ের জন্য এই প্রচ্ছদ তৈরি করেছেন তাদের মানসিক সুস্থতা কামনা করছি।

আরও পড়ুন: AI ক্যামেরার সাথে লঞ্চ হল Moto Edge 50 Pro 5G স্মার্টফোনে

যারা তাদের প্রকাশনা নিয়ে এত সোচ্চার হয়েছেন তারা আশ্চর্যজনকভাবে নীরব থেকেছেন। সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে প্রকাশক সুমন ভমিকের সঙ্গে যোগাযোগ করা হয়। কারা এমন সাহসী পদক্ষেপ নিলেন, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। সুমন বাবুর বক্তব্য, ‘আমরা লেখক ও প্রকাশকের যৌথ সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করব না। তবে প্রকাশক যে সোশ্যাল মিডিয়ার সমালোচনা করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সুমন বাবুর যুক্তি, ‘সোশ্যাল মিডিয়ায় যে কেউ কোনও কিছুতে ফোকাস করতে পারে, আবার উত্তরে অন্য কেউ কিছু বলতে পারে। সবাইকে যদি সবার কথায় সাড়া দিতে হয়, তাহলে অন্য কোনো কাজ করার জন্য দিনে আর সময় অবশিষ্ট থাকবে না। মানুষকে তাদের রিপ্লাই সাড়া দিতে দিতেই সময় কেটে যাবে।

আরও পড়ুন: বাজারে Oppo – র হাঙ্গামা। টক্কর One Plus কেও।

হয়তো বইটির প্রচারণামূলক দিকের কারণেই রবীন্দ্রনাথের এমন বিকৃতভাবে চিত্রায়ন নিয়ে প্রশ্ন তুলছেন লোকে? সুমন ভৌমিকের যুক্তি, ‘কোনটা তথ্যবহুল আর কোনটা প্রমোশনাল, সেটা কে নির্ধারণ করে? জগতের সবকিছুই আপেক্ষিক। সম্ভবত এই শিরোনামে প্রগতিশীলতার প্রবল আকাঙ্ক্ষা আমার মধ্যে ঊর্ধ্বমুখী গতিশীলতার তীব্র দ্বন্দ্বকে প্রজ্বলিত করছে।

আরও পড়ুন: Best 1 TB Laptop: দেখে নিন সেরা ল্যাপটপ গুলি।

গোটা ঘটনায় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা গভীরভাবে আহত হয়েছেন। গীতাবিতানের সব গান রেকর্ড করেছেন গায়ক স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। কবিগুরুকে নিয়ে এভাবে বিদ্রুপ তাঁকে কষ্ট দিয়েছে। শিল্পীর মতে, রবীন্দ্রনাথ ঠাকুর মাউন্ট এভারেস্টের সমান উঁচু। এ ধরনের অসম্মান তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ছিলেন সৌন্দর্যের উপাসক। যাঁরা তাঁকে ভালোবাসেন, তারাও সৌন্দর্যের উপাসনা করেন। কবিগুরুর এই বিকৃত চিত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

_______

এই মুহূর্তে

আরও পড়ুন