তারকেশ্বর TV: যে কোনও ভারতীয় নাগরিকের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি সরকারী সম্পর্কিত সমস্ত কাজের জন্য প্রয়োজনীয়। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয়, শিশুদের জন্যও আধার অত্যন্ত প্রয়োজনীয়। তবে সরকার শিশুদের জন্য আলাদা ধরনের আধার কার্ড তৈরি করেছে। এটি সাধারণ সাদা আধার কার্ড নয়, তবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি নীল রঙের কার্ড। ১২ নম্বর বিশিষ্ট এই নীল আধার কার্ডটি ৫ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: HIV ধরা পরেছে রাখি সাওয়ান্তের? এমনই গুঞ্জন নেট পারায়
শিশুটির বাবা-মা আধার কার্ডের জন্য নিয়ম মেনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেন। এই নীল আধার কার্ডটি সাধারণ সাদা কার্ডের থেকে অনেকটাই আলাদা। সবচেয়ে বড় পার্থক্য হল, এই নীল আধার কার্ডে শিশুর বায়োমেট্রিক তথ্য থাকে না। এর জন্য পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং জন্ম শংসাপত্রের মতো নথি প্রয়োজন।
আরও পড়ুন: মীর ব্যক্তিজীবন কখনো সামনে আনেন না। বিবাহ বার্ষিকীতে অবশ্য নিজের স্ত্রীর ছবি শেয়ার করেছেন
ইউআইডিএআই (UIDAI) -এর নিয়ম অনুযায়ী, সন্তানের নীল আধার কার্ডের জন্য স্কুলের আইডি কার্ড ব্যবহার করতে পারেন অভিভাবকরা। শিশু স্কুলে ভর্তি না হলে সেক্ষেত্রে জন্ম পরিচয় পত্র বা হাসপাতালের ডিসচার্জ স্লিপ ব্যবহার করা যেতে পারে। ৫ বছর পর্যন্ত এই নীল আধার ব্যবহার করা যাবে। এরপর ১৫ বছর বয়স পর্যন্ত আরেকটি আধার কার্ড বাধ্যতামূলক হবে। ১৫ বছরের বেশি বয়সীদের জন্য বায়োমেট্রিকের প্রয়োজন হবে।
আরও পড়ুন: কাপড় শুকানোর ঝঞ্ঝাট এবার শেষ। সহজে বহন যোগ্য এই ছোট যন্ত্রই করবে কামাল।
প্রথমত, আপনাকে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে বাচ্চাদের নীল আধার কার্ড তৈরি করতে হবে। সেখানে সঠিকভাবে তালিকাভুক্তি ফর্মটি পূরণ করতে হবে। এক্ষেত্রে শিশুর আধার কার্ড তৈরি করতে বাবা ও মায়ের আধার কার্ড লাগবে। আপনাকে একটি প্রাসঙ্গিক ফোন নম্বর সরবরাহ করতে হবে যার উপর ভিত্তি করে নীল আধার কার্ড থাকবে। এই আধার কার্ডের জন্য বায়োমেট্রিকের প্রয়োজন নেই। শুধু একটি ছবি তোলা হবে। তথ্য যাচাইয়ের পর ৬০ দিনের মধ্যে নীল আধার কার্ড চলে আসবে।
________