তারকেশ্বর TV: মহাভারতের মাঝেই সায়েন্স ফিকশনের ফিউশনের সাথে মহাভারতকে তুলে ধরা হয়েছে Kalki 2898 AD সিনেমায়। অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ত্রাতার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। বিষ্ণুর দশম অবতার ‘কল্কি’র রক্ষাকর্তা হিসেবে দেখা গিয়েছে অমিতাভকে। দর্শকদের আড়াল থেকেও অশ্বত্থামার চরিত্রে সিনিয়র বচ্চনের অভিনয়ের সারমর্ম যেন দর্শক ও ভক্তদের নজর কাড়তে পারে না।
[আরও পড়ুন]: ব্যায়াম না করলেও হুড়মুড়িয়ে কমবে শরীরের চর্বি। পাতে রাখুন এই রুটি
৮১ বছর বয়সেও বিগ বি যখন পর্দায় ম্যাজিক দেখালেন, যা দেখে ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে যান। অমিতাভের ডায়লগ নিয়েই বলা যেতে পারে, ‘বুঢঢা হোগা তেরা বাপ’। ‘কল্কি’ র চিত্রনাট্য অনুযায়ী, গুরু দ্রোণাচার্যের পুত্র অমর অশ্বত্থামার মূল লক্ষ্য ছিল কল্কিকে খুঁজে বের করে পৃথিবীকে রক্ষা করতে সেই অবতারের রক্ষা করা। দীপিকার গর্ভের শিশুটি আর কেউ নয়, বিষ্ণুর দশম অবতার। মহাভারত অবলম্বনে পরিচালক নাগ অশ্বিনের কাহিনী থেকে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর কল্কির জন্ম হবে। এরই মধ্যে সমগ্র মহাবিশ্ব জুড়ে ঘটে গেছে এক মহাজাগতিক পরিবর্তন। আর এই পটভূমিতেই ত্রাণকর্তার ভূমিকায় অভিনয় করেন আচার্যপুত্র অশ্বত্থামা। মহাকাব্য অনুসারে তিনি অমর।
[আরও পড়ুন]: জরায়ুর ক্যানসার রোধে টিকাকরণে জোর রাজ্যে। বিয়ের আগেই ভ্যাক্সিন
[আরও পড়ুন]: চুল ঝড়ে যাচ্ছে? টাক? রান্না ঘরেই আছে সমাধান।
একমাত্র তিনিই কল্কিকে উদ্ধার করে পৃথিবীকে বাঁচাতে পারেন… গল্পের বাকি অংশ না ভাঙলেও অমিতাভ বচ্চন অশ্বত্থামার মতো, অমর, ঠিক অভিনয়ের অবিনাশী দেবতার মতোই শপথ নিয়েই বলা যায়। বিগ বি-র ‘Kalki 2898 AD’-এ তাঁর অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এক কথায় প্রভাস যদি সিনেমার ‘কৃষ্ণ’ হন, তাহলে অমিতাভ বচ্চন তাঁর সারথি। তিনি সিনেমার আরেক মেরু তারকা। ভক্তদের কথায়, “এই বয়সেও বিগ বি দিব্য নৈপুণ্য দিলেন।
বৃদ্ধ বয়সেও অমিতাভ বচ্চন অপ্রতিরোধ্য। এই বয়সে ওর অনেক এনার্জি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা অনুপ্রেরণামূলক। সহকর্মীরা বারবার একই কথা বলতে থাকেন। ‘ Kalki 2898 AD’ সিনেমায় তিনি তার স্টাইল ও গতি দিয়ে স্পটলাইট চুরি করতে সক্ষম হয়েছেন! এমনকি সোশ্যাল মিডিয়াতেও ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে তুমুল গুঞ্জন।
‘কল্কি’র জন্য ৮০ কোটি টাকা গুনেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। অন্যদিকে বিগ বি-র প্রাপ্ত পারিশ্রমিক মোটে ২০ কোটি টাকা। যদিও এই খবরটা সঠিক কিনা তারকেশ্বর টিভি যাচাই করেনি। তবুও হলফ করে বলা যায়, বচ্চনের পারফরম্যান্সের কাছে তাঁর পারিশ্রমিক নস্যি!
________