তারকেশ্বর TV: দেশের সবচেয়ে বড় বিয়ের ভেন্যু এটি। হাজার নয়, আসছেন লাখ লাখ অতিথি। কিছু সেলিব্রিটি, কিছু রাজনীতিবিদ এবং কিছু শিল্পী। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল চাঁদের হাট। আর এই তারকাদের মাঝেই এক অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। তবে নিরাপত্তারক্ষী ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। বিনা আমন্ত্রণে আম্বানির বিয়ের অনুষ্ঠানে ঢোকার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
[আরও পড়ুন]: এআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।
পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে অনন্ত-রাধিকার বিয়েতে ঢোকার চেষ্টা করার অভিযোগে ভেঙ্কটেশ নরসিংহ (২৬) ও মহম্মদ সফি শেখ (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ভেঙ্কটেশ নামের ওই যুবক নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েছেন। অপর যুবক নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছে।
[আরও পড়ুন]: ভুলে যান রোজ ফোন চার্জিং, ৫০ বছর চলবে এই ব্য়াটারি!
জানা যায়, আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বই এসেছিলেন ওই দুই যুবক। রবিবার গাড়ি নিয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তবে তাদের এমন আচরণে সন্দেহ হয় এবং নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্তদের বিকেসি থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আইনি নোটিশ এর পর ওই দুই যুবক মুক্তি পান।
________