Homeবিজ্ঞান ও প্রযুক্তিএআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।

এআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।

এইআই মডেলের ব্যাবসা বর্তমান সময়ে বেস এগিয়ে গেছে

তারকেশ্বর TV: বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ এ  কথা তো বিশাল আলোচনা সাপেক্ষ। আর সেই বিজ্ঞানের অন্যতম দান AI (Artificial intelligence) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। যা কৃত্ৰিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরী।

এইআই মডেলের ব্যাবসা বর্তমান সময়ে বেস এগিয়ে গেছে। ইতিমধ্যেই দুটি মডেল নিয়ে খুব বেশী আলোচনা হচ্ছে – যেগুলি হোল আয়িতানা লোপেজ (Aitana Lopez) ও এমিলি পেলেগ্রিনির মতো (Emily Pellegrini)।

ট্রেন্ডিং এ এবার লেক্সি লাভ (Lexi Love) যেটা ‘বিশ্বের হটেস্ট মডেল’ নামে বেশ খ্যাতি অর্জন করেছে। তিনি রক্ত মাংসের কেউ নন – একেবারে বিজ্ঞানেরই ফসল। যার সারা শরীর জুড়ে রয়েছে কামের গনগনে আগুন। পুরুষরা পাগল হয়ে গিয়েছেন লেক্সিকে পাওয়ার জন্য।

কিন্তু পাওয়া কি অতো সহজ বিষয়? মাসিক ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা) সাবস্ক্রিপশনেই পাওয়া যায় লেক্সিকে।

২০২৩ এর জুন থেকে লেক্সি সক্রিয় নয়, তবুও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। লেক্সি মিষ্টি করে হাসার সাথে সাথে ফ্লার্ট করতেও পারে। আবার ৩০ টি আলাদা আলাদা ভাসায় কথাও বলতে পারে। মানব সঙ্গীর ব্যক্তিত্ব, আগ্রহ এবং পছন্দ অনুযায়ী সে নিজেকে মানিয়ে নিতে পারে।

________

Latest news

Related news