HomeদেশBSNL TATA Deal: রিচার্জ খরচ বাড়তেই গ্রাহকের ঢল বিএসএনএল এর দিকে।

BSNL TATA Deal: রিচার্জ খরচ বাড়তেই গ্রাহকের ঢল বিএসএনএল এর দিকে।

সারা দেশ জুড়ে গ্রাহকরা যাচ্ছেন বিএসএনএল এ

তারকেশ্বর TV: বিএসএনএল (BSNL) চলতি বছরই টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সাথে একটি চুক্তি চূড়ান্ত করেছে। জানা গেছে, 1500 কোটি টাকার চুক্তি হয়েছে। এই অর্থ নতুন টাওয়ার স্থাপন, পরিকাঠামো আপগ্রেড এবং ব্যাপকভাবে ফোরজি পরিষেবা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। বিএসএনএল গ্রাহকরা এই চুক্তির খবরের জন্য উচ্ছ্বসিত।

[আরও পড়ুন]: আম্বানিদের বিয়েবাড়িতে, ঢুকতে গিয়েই গ্রেফতার হলেন

সম্প্রতি জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোনের (Vi) মোবাইল রিচার্জের দাম বেড়েছে। সেই ধাক্কা সামলাতে না পেরে অনেকেই বিএসএনএল-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন। দেশব্যাপী মোবাইল নম্বর পোর্টিং শুরু হয়েছে। সংবাদ সূত্রের খবর, কাশ্মীরে গ্রাহকরা ধীরে ধীরে জিও এবং এয়ারটেল থেকে প্রতিদিন বিএসএনএলে স্যুইচ করছেন।

[আরও পড়ুন]: বিষাক্ত কেমিক্যাল বা ধোঁয়া নয়। সচেতন হন, মশা তাড়ান এই ভাবে

সারা দেশ জুড়ে গ্রাহকরা যাচ্ছেন বিএসএনএল এ

জানা গেছে যে জম্মু ও কাশ্মীরে 4G পরিষেবা চালু করা হয়েছে। বিএসএনএল সূত্রে খবর, এই অঞ্চলে আরও 500 টি টাওয়ার বসানো হবে। বিএসএনএলের দাবি, কাশ্মীরের প্রতিটি অঞ্চলেই তাদের পরিষেবা পাওয়া যায়। বেসরকারি টেলিকম অপারেটররা দাম বাড়াতেই মানুষ সরকারি টেলিকম পরিষেবার দিকে ঝুঁকছে।

উত্তর ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিএসএনএল গ্রাহকের সংখ্যা বাড়ছে। জিও-এয়ারটেল থেকে বিএসএনএলে পোর্টিং শুরু করেছেন অনেকেই। গ্রাহকদের সুবিধার্থে সব রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুধু তাই নয়, বিএসএনএল বাড়তি সুবিধা সহ একগুচ্ছ নতুন প্ল্যানও চালু করেছে।

[আরও পড়ুন]: শ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি

এই মুহূর্তে সবচেয়ে সস্তায় 4G পরিষেবা দিচ্ছে BSNL। জিও ও এয়ারটেলের তুলনায় দাম প্রায় অর্ধেক। একাধিক বৈধতার ভ্যালিডিটির প্ল্যানও উপলব্ধ। বিএসএনএল 28 দিন থেকে 395 দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান অফার করে। গ্রাহকরা খুব সাশ্রয়ী মূল্যে সীমাহীন কল এবং দৈনিক ডেটার মতো সুবিধা পাচ্ছেন। তবে কিছু কিছু জায়গায় 4G পরিষেবা চালু করা হলেও বিএসএনএল এখনও 5G পরিষেবা চালু করতে পারেনি।

[আরও পড়ুন]: ঘরে আছে তিন স্ত্রী আর ৪৬টি সন্তান।

5G পরিসেবায় জিও, এয়ারটেল

জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা শুরু করেছে। 5G স্মার্টফোনে চালু হয়েছে আনলিমিটেড অফার। এর আওতায় 4G রিচার্জ করে পাওয়া যাবে আনলিমিটেড 5G ইন্টারনেট। কোটি কোটি গ্রাহক এই সুবিধা ভোগ করতে শুরু করেছেন। ফলে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া এই দৌড়ে পিছিয়ে রয়েছে।

আশা করা হচ্ছে, টাটার সহযোগিতায় বিএসএনএলের সেবার মান দ্রুত বাড়বে। গ্রাহকদের দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট গতির সমস্যার সমাধান হবে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন