Homeবিনোদনশ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি

শ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি

তারকেশ্বর TV: বলিউড গানের জগতে এমন আরও এক গায়ক রয়েছেন যিনি শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, মোনালি ঠাকুর এবং সুনিধি চৌহানের মতো প্রথম সারিতে না থাকলেও সম্পদের দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন। জানা গেছে, কঠোর পরিশ্রমের দিক থেকে তিনি অন্যান্য গায়কদের থেকে পিছিয়ে থাকলেও তার মোট সম্পদের পরিমাণ বাকিদের তুলনায় অনেক বেশি।

বলি গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে শ্রেয়া ঘোষালের নাম। বলিপাড়া সূত্রে খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা।

[আরও পড়ুন]: ব্যায়াম না করলেও হুড়মুড়িয়ে কমবে শরীরের চর্বি। পাতে রাখুন এই রুটি

[আরও পড়ুন]: জরায়ুর ক্যানসার রোধে টিকাকরণে জোর রাজ্যে। বিয়ের আগেই ভ্যাক্সিন

[আরও পড়ুন]: চুল ঝড়ে যাচ্ছে? টাক? রান্না ঘরেই আছে সমাধান।

শ্রেয়ার পরে নাম রয়েছে সুনিধি চৌহানের। সুনিধির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

সুনিধির পরে নাম রয়েছে নেহা কক্করের। বলিপাড়া সূত্রে খবর, ৪০ কোটি টাকার সম্পত্তি রয়েছে নেহার।

শ্রেয়া, সুনিধি এবং নেহাকে সম্পত্তির পরিমাণে টেক্কা দিয়েছেন বলি গায়িকা তুলসি কুমার। বলিপাড়া সূত্রে খবর, ২০০ কোটি টাকার মোট সম্পত্তি রয়েছে তুলসির।

________

Latest news

Related news