HomeদেশDriving Licence: ড্রাইভিং লাইসেন্সের জন্য আর আরটিওতে গিয়ে লাইন দিতে হবে না

Driving Licence: ড্রাইভিং লাইসেন্সের জন্য আর আরটিওতে গিয়ে লাইন দিতে হবে না

লার্নিং লাইসেন্স পাওয়া অনেকটাই সহজ

তারকেশ্বর TV: আপনি যদি ভারতীয় হন এবং এই মুহুর্তে ড্রাইভিং লাইসেন্স পেতে চান তবে আপনার জন্য দুর্দান্ত খবর। ভারত সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যার মাধ্যমে আপনি ঘরে বসে সহজেই ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই এখন থেকে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আসুন এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরটিও ছাড়াই লাইসেন্স

এতদিন ড্রাইভিং লাইসেন্স পেতে আরটিএ-র সাহায্য নিতে হত। তবে এখন থেকে আরটিএতে গিয়ে আর সময় নষ্ট করতে হবে না। আপনাকে আগে থেকেই ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি একটি লার্নিং লাইসেন্স পেতে পারেন।

[আরও পড়ুন]:  বিষধর সাপ তাড়া করলে কিভাবে রেহাই পাবেন। জানুন বিজ্ঞান আর ব্রেনের কাজ

[আরও পড়ুন]: আপনার 4G ফোনেও কি কাজ করবে 5G সিম?

[আরও পড়ুন]: মাত্র ক্ষণিকের আয়ু নিয়ে জন্মায় যেসব প্রাণী। ২৪ ঘণ্টার ও কম হয় আয়ু

লার্নিং লাইসেন্স পাওয়া অনেকটাই সহজ

আপনি যদি লার্নিং লাইসেন্স পেতে চান তবে আপনাকে জানাতে চাই যে এটি আসলে খুব সহজ। এর জন্য আপনাকে বড় পরীক্ষা দিতে হবে না এবং আপনি আপনার বাড়ির থেকে অনলাইনে আবেদন করতে পারেন। তবে এর জন্য আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। উদাহরণস্বরূপ, আপনাকে রাস্তার নিয়ম, ট্র্যাফিক সিগন্যাল ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।

লার্নিং লাইসেন্স কেন দেওয়া হয়ে থাকে?

ড্রাইভিং পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে, এই লার্নিং লাইসেন্সটি কর্তৃপক্ষ থেকে জারি করা হয়। এই সময়ের মধ্যে, আপনি গাড়ি চালানো শিখতে পারেন এবং ট্র্যাফিক জরিমানার মুখোমুখি হতে হবে না। কিন্তু আপনাকে গাড়ির গায়ে এল (L) অক্ষর লিখতে হবে এবং তবেই আপনি লার্নিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন।

________

এই মুহূর্তে

আরও পড়ুন