তারকেশ্বর TV: যাত্রী সুরক্ষা জন্য লাইন মেরামত প্রয়োজন। তাই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। যার জেরে বাড়বে ভোগান্তি আশঙ্কা করছেন অনেকে। শনিবার ও রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে জেনে নিন।
[আরও পড়ুন]: মত্ত যুবকের মাতলামি। নেশার ঘোরে বিষধর সাপের কামড়
[আরও পড়ুন]: এই লাল হীরা (Red Diamond) চাষ করে চাষিরা হয়ে যাছে লাখ লাখ টাকার মালিক
[আরও পড়ুন]: বাদাম চাষ করে কীভাবে কোটিপতি হবেন? রইল টিপস
শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে? জেনে নিন –
রাত সাড়ে এগারোটা থেকে রবিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। রাতে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল করা হয়েছে। শিয়ালদহ থেকে একজোড়া করে শান্তিপুর, রানাঘাট ও একটি কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটিতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
[আরও পড়ুন]: কেন্নোর উপদ্রবে নাজেহাল? এই তেলের যাদুতে কেন্নো হবে গায়েব
[আরও পড়ুন]: বাজারে আসছে Nisaan X-trail। চাপে ফরচুনার এবং Toyota Fortuner Legend
রবিবার যেসব ট্রেন বাতিল থাকবে –
নৈহাটি থেকে ব্যান্ডেলগামী চারজোড়া লোকাল ট্রেন বাতিল করেছে রেল। শিয়ালদহ থেকে দুজোড়া করে কৃষ্ণনগর, শন্তিপুর লোকাল বাতিল করা হয়েছে। একটি নৈহাটি-কল্যণী সীমান্ত বাতিল থাকবে। একজোড়া রানাঘাট, কল্যাণী সীমান্ত ও রানাঘাট-নৈহাটি লোকাল চলবে না। কল্যাণী সীমান্ত থেকে শিয়ালদহগামী সীমান্ত লোকাল নৈহাটিতে যাত্রা শেষ করবে। এছাড়াও বালিয়া, যোগবাণী, গোরক্ষপুর ও গৌড় এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি হয়ে ঘুরপথে যাত্রা করবে।
________