HomeপাঁচমিশালিPeanuts Farming: বাদাম চাষ করে কীভাবে কোটিপতি হবেন? রইল টিপস

Peanuts Farming: বাদাম চাষ করে কীভাবে কোটিপতি হবেন? রইল টিপস

তারকেশ্বর TV: চাল, গম বা ভুট্টার পরিবর্তে বাদাম বাড়ানো আয়ের একটি ভাল উত্স হতে পারে।

উৎপাদন খরচ কম ও শ্রমিক কম পাওয়ায় বাদাম চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। একর প্রতি বাদাম চাষে খরচ হচ্ছে ৬ হাজার টাকা। আর একর প্রতি বাদাম উৎপাদন ছয় থেকে সাত মণ।

[আরও পড়ুন]: MS Dhoni: চ্যাম্পিয়ন উৎসব, বাড়িতে বিশেষ সেলিব্রেশনে ধোনি

[আরও পড়ুন]: জুলাই মাসে স্কুল এবং কলেজের বন্ধের বা ছুটির তালিকা

[আরও পড়ুন]: ঝড়ে ছাতা উল্টে যায়? এই ছাতা গুলো দারুণ মজবুত। জানতেন?

[আরও পড়ুন]: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

প্রতি মণ কাঠবাদাম ২০০০ টাকা দরে বিক্রি হলে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় ১২ হাজার টাকা। এতে খরচ বাদ দিয়ে ৬ হাজার টাকা লাভ হয়।

কিন্তু আপনার জানা দরকার কিভাবে এই বাদাম চাষ করবেন? প্রথমে মাটিতে চুন ব্যবহার করতে হবে। এতে ভালো ফলন হতে পারে। আর মনে রাখবেন, হালকা বেলে দোঁআশ মাটি বাদাম চাষের জন্য বেশি উপযোগী। তবে এই বাদাম বাড়ানোর বিষয়ে আরও জানার জন্য আরও গবেষণা করা দরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন