Homeবিগ ব্রেকিংRG Kar: অবস্থানের ষষ্ঠী! ছোট্ট প্রতিবাদী শাঁখ বাজাল, তুলে দিল দুর্গার ছবি

RG Kar: অবস্থানের ষষ্ঠী! ছোট্ট প্রতিবাদী শাঁখ বাজাল, তুলে দিল দুর্গার ছবি

জনসাধারণকে আহ্বান জানিয়েছেন তাঁরা

কলকাতা: দুর্যোগ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদে অবিচল। বৃহস্পতিবারের নবান্নের জমায়েতের পর শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যায়। এবার স্বাস্থ্য দফতরের বাইরে তাঁদের অবস্থান ধর্মঘটের ষষ্ঠ দিনে আন্দোলন জোরদার হচ্ছে। এদিন বিকেলে জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পদযাত্রা করবেন। জনসাধারণকে আহ্বান জানিয়েছেন মিছিলে যোগ দেওয়ার জন্য।

[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জি করের শুনানি হওয়ার কথা রয়েছে। নতুন উদ্যোমে পথে নামছে সাধারণ মানুষ। স্কুলগুলিতে বিরোধিতার ঢেউ উঠছে। বড়দের সাথে পা মিলিয়েছে ছোটরাও। রাত জাগো কর্মসূচিতেও অংশ নিতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে ছোট্ট প্রতিবাদীরা স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের হাতে আঁকা দুর্গা মূর্তির ছবি উপহার দেন, সঙ্গে শঙ্খধ্বনি।

[আরও পড়ুন]: দেখা হল না দুর্গাপূজা। গুরুতর আহত এক

এই দিনে বেহালা থেকে মায়ের হাত ধরে ডাক্তারদের পাশে দাঁড়াতে এসেছে ছোট্ট ঈশান। সঙ্গে নিজের হাতে আঁকা দুর্গা। নিচে লেখা উই ডিমান্ড জাস্টিস। ঈশান সেটি বিক্ষুব্ধ চিকিৎসকদের হাতে তুলে দিয়ে বলেন, “জাস্টিস চাইতে আমি দুর্গা মাকে এঁকেছি। ওটাই আমি ডাক্তারকাকুদের হাতে তুলে দেব। আমি চাই তিলোত্তমা বিচার পাক”। ঈশানের স্কুলে পরীক্ষা থাকলেও তার মা বলছেন, পড়াশোনা সামলে সে ডাক্তারদের পাশে দাঁড়াতে চেয়েছে। ছেলের ডাকে সাড়া দিয়ে তাকে স্বাস্থ্য বিভাগের সামনে নিয়ে আসেন তিনি।

[আরও পড়ুন]: এআই মডেলরাই হয়ে উঠবে পুরুষের আদর্শ পার্টনার? প্রশ্ন নানা মহলে।

এই ক্ষুদ্র প্রতিবাদীর প্রচেষ্টা জুনিয়র ডাক্তারদের নতুন করে অক্সিজেন যোগাচ্ছে। একজন অ্যাক্টিভিস্ট বলেন, “এটা এত গভীর অনুভূতি, আমি এটা বর্ণনা করতে পারব না। আমরা যে ভালোবাসা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা যায় না। দুর্নীতির বিরুদ্ধে শুভবুদ্ধির উত্থানকে এই শিশুটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটা সত্যিই অসাধারণ। এই আবেগগুলিই আমাদের যাত্রাকে শক্তিশালী করে”।

______

এই মুহূর্তে

আরও পড়ুন