HomeদেশIAF chopper: বিকল ইঞ্জিন, ত্রাণ দিতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে সেনার কপ্টার

IAF chopper: বিকল ইঞ্জিন, ত্রাণ দিতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে সেনার কপ্টার

হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়

তারকেশ্বর TV: বিহারে ত্রাণ বিতরণের সময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। কিন্তু পাইলটের তৎপরতার কারণে বড় বিপদ এড়ানো সম্ভব হয়। জরুরি অবতরণের মাধ্যমে কপ্টারে থাকা চার সেনা আধিকারিকের প্রাণ রক্ষা হয়, যদিও হেলিকপ্টারটি জলে ডুবে যায়। ঘটনাটি দ্রুত ভাইরাল হয় নেটদুনিয়ায়।

Search Special image

জানা গেছে, বুধবার সকালে বিহারের বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছাতে বায়ুসেনার একটি হেলিকপ্টার উড়েছিল। দ্বারভাঙা থেকে যাত্রা শুরু করে চারজন বায়ুসেনা কর্মী, যাদের মধ্যে দুজন ছিলেন অফিসার। তবে মুজঃফরপুরের কাছে পৌঁছানোর পর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে হেলিকপ্টারটি জমা জলে অবতরণ করান।

[আরও পড়ুন]: চার বছরের মধ্যই আবার মা হতে চলেছেন কোয়েল মল্লিক। দারুণ খুশি টলি নায়িকা

[আরও পড়ুন]: অক্টোবরে ১৫ দিন ব্যাঙ্কের ছুটি। গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে নিন জলদি

[আরও পড়ুন]: ভূমি পেডনেকারের গ্লাসের ব্লাউজ দেখে অনেকে বলছে, উরফি জাভেদের হাওয়া লেগেছে

বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, হেলিকপ্টারটির ইঞ্জিন আকাশে থাকা অবস্থায়ই বিকল হয়ে যায়। কিন্তু পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। হেলিকপ্টারটি জলে নামার পর স্থানীয়রা দ্রুত কপ্টারে থাকা চারজনকে উদ্ধার করেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে হেলিকপ্টারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হয়।

এই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ সেনাবাহিনীর তিনটি শাখাই ব্যবহার করে, তবে সম্প্রতি এই মডেলে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। ত্রাণ বিতরণের সময় এমন বিপদে পড়ে হেলিকপ্টারটি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন