HomeদেশMukesh Ambani: জামাইয়ের প্রতি মুকেশ আম্বানির আচরণ দেখে মিস্মিত হবেনই

Mukesh Ambani: জামাইয়ের প্রতি মুকেশ আম্বানির আচরণ দেখে মিস্মিত হবেনই

আম্বানি বুঝতে পারেন আনন্দ অনুপস্থিত

তারকেশ্বর TV: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani), রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন নীতা আম্বানি, তাঁদের কন্যা ঈশা আম্বানি এবং পিরামল গ্রুপের নির্বাহী পরিচালক ও ঈশার স্বামী আনন্দ পিরামল শনিবার মুম্বাইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) আয়োজিত ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ (WPY)-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।

Search Special image

সোশ্যাল মিডিয়ায় মুকেশ আম্বানির একটি হৃদয়গ্রাহী ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে, যেখানে তিনি জামাই আনন্দ পিরামালের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। ভিডিওতে দেখা যায়, মুকেশ আম্বানি স্ত্রী নীতা ও মেয়ে ঈশার সাথে ছবি তোলার সময় আনন্দকে ডেকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলেন।

[আরও পড়ুন]: এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। আসছে সেই ফোন

ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভায়ানি’-র শেয়ার করা ভিডিওতে প্রথমে দেখা যায় যে আম্বানি দম্পতি ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে মুকেশ আম্বানি বুঝতে পারেন আনন্দ অনুপস্থিত, তখন তিনি দ্রুত পেছনে ফিরে আনন্দকে ডেকে বলেন, “আনন্দ?”

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “স্ব-পরিবারে মুকেশ আম্বানি” (Mukesh Ambani with family)।

[আরও পড়ুন]: চার বছরের মধ্যই আবার মা হতে চলেছেন কোয়েল মল্লিক। দারুণ খুশি টলি নায়িকা

[আরও পড়ুন]: প্রেমে ধোঁকা? নেপথ্যে রয়েছে নানা অজানা কারণ

ভারতীয় সংস্কৃতিতে জামাইদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। তাঁদের শ্বশুরবাড়িতে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে আপ্যায়িত করা হয়।

এদিকে, ভিডিওটি ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি লাইক অর্জন করেছে, এবং অনেকেই ভারতের অন্যতম ধনী ব্যক্তির এই আন্তরিক আচরণের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, “রয়্যাল পরিবার, কিন্তু সাধারণ ব্যবহার।” আরেকজন লিখেছেন, “মাটির মানুষ” (Down to earth)।

________

এই মুহূর্তে

আরও পড়ুন