তারকেশ্বর TV: বাঙালির প্রিয় দুর্গাপুজো (Durga Puja 2024) আসতে আর কিছুদিন বাকি, আর এর মধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে, আপনি কি জানেন, এই অক্টোবর মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে? যদি না জেনে থাকেন, তাহলে একবার দেখে নিন ছুটির তালিকা। প্রতি মাসের শুরুতেই আরবিআই (RBI) ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। এবারও পুজোর মাসে অক্টোবরে ব্যাঙ্কের ছুটির দিনগুলো জানিয়ে দিয়েছে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
তালিকা অনুযায়ী, অক্টোবরে ৩১ দিনের মধ্যে ১৫ দিনই ব্যাঙ্ক ছুটি থাকবে। চলুন দেখে নেওয়া যাক, কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই, প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এবার পুজোর মাসে তার সঙ্গে যুক্ত হয়েছে নানা উৎসব এবং জাতীয় ছুটি।
অক্টোবরের ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখ রবিবার থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ এবং ২৬ অক্টোবর দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ার কারণে সেই দিনগুলোতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১ অক্টোবর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ অক্টোবর সারা দেশে গান্ধী জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
[আরও পড়ুন]: এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। আসছে সেই ফোন
[আরও পড়ুন]: স্টমাক ফ্লু -নামটা বার্ড ফ্লু-র মতই। রেহাই কিভাবে?
[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন
৩ অক্টোবর নবরাত্রির জন্য জয়পুরের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। ১০ অক্টোবর দুর্গাপুজো এবং মহাসপ্তমীর কারণে কলকাতা, গুয়াহাটি, আগরতলা ও কোহিমার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১ অক্টোবর মহাষ্টমী (Maha Astami), মহানবমী (Maha Nabami), আয়ুধ পুজা এবং দুর্গাপুজোর (Durga Puja) কারণে বিভিন্ন জায়গার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ অক্টোবর দশেরা এবং বিজয়া দশমীর জন্য প্রায় সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর গ্যাংটকে দুর্গাপুজোর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ অক্টোবর লক্ষ্মী পুজোর (Laxmi Puja) কারণে কলকাতা ও আগরতলায় ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৭ অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং কান্তি বিহুর কারণে বেঙ্গালুরু ও গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর ৩১ অক্টোবর দীপাবলির জন্য প্রায় সারা দেশেই ব্যাঙ্ক ছুটি থাকবে।
________