HomeবিনোদনAlka Yagnik: অলকা ইয়াগনিক অসুস্থ। বিরল রোগে আক্রান্ত তিনি।

Alka Yagnik: অলকা ইয়াগনিক অসুস্থ। বিরল রোগে আক্রান্ত তিনি।

বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা

তারকেশ্বর TV: অলকা ইয়াগনিক অসুস্থ। বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। বর্তমানে তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। শ্রবণশক্তি হারানোর অসুবিধার কথা পোস্ট করেছেন গায়িকা নিজেই।

[আরও পড়ুন]: দিঘায় এবার ক্রুজ। নতুন আকর্ষণ বর্ষাকালেই। সিট সংখ্যা ৮০

[আরও পড়ুন]: এয়ার পিউরিফায়ার যুক্ত এসি (AC)। কিনবেন নাকি?

[আরও পড়ুন]: কি কি কারণে হঠাৎ ধুলো ঝড় হতে পারে?

তার মায়াবী কণ্ঠ একনিষ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। বর্তমানে শ্রবণ সমস্যায় ভুগছেন এই গায়িকা। সোমবার ইনস্টাগ্রামে তিনি জানান, কানের বিরল রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হারিয়েছেন তিনি।

অলকার শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর একনিষ্ঠ অনুরাগীরা উদ্বিগ্ন। সবারই প্রশ্ন, শিল্পীর কী হল? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অলকা নিজেই।

[আরও পড়ুন]: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ক্লোন করে জালিয়াতির চেষ্টা। দিল্লি থেকে গ্রেফতার

[আরও পড়ুন]: এবার পকেটে আইফোন থাকলে বোঝাই যাবে না। অ্যাপেল আনতে চলেছে স্লিম ভার্সন

অলকা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, “মাত্র কয়েক সপ্তাহ আগে, আমি একটি বিমানে ছিলাম এবং হঠাৎ মনে হয়েছিল যে আমি কিছুই শুনতে পাচ্ছি না।

শেষমেশ নিজের সমস‍্যা সম্পর্কে নিজেই জানালেন অলকা ইয়াগানিক। বিরল এক স্নায়ুবিক রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হারিয়েছেন তিনি।

অলকার পোস্ট দেখে চিন্তিত তাঁর ভক্তেরা। অনুরাগীদের জোরে শোনার বা হেডফোন দিয়ে গান না শোনার পরামর্শ দিয়েছেন গায়িকা।

________

Latest news

Related news