HomeদেশBudget 2024: বাজেটে সস্তা হল কোন কোন জিনিস? দেখুন

Budget 2024: বাজেটে সস্তা হল কোন কোন জিনিস? দেখুন

বাজেট ঘোষণার পর যা যা সস্তা হল

তারকেশ্বর TV: রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাবের মাধ্যমে সাধারণ মানুষের পকেটে কোথায় কোথায় বাঁচল জানতে পুরো খবর টা পড়ুন।

[আরও পড়ুন]:  সইফ আলি খানের মা’কে সপাটে এক চড় মেরেছিলেন, প্রসেঞ্জিৎ চ্যাটার্জি?

[আরও পড়ুন]: শ্রেয়া, নেহা, সুনিধি নন। তবে অন্য এক গায়িকার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি

[আরও পড়ুন]:  ব্রয়লার চিকেনের আফলাটক্সিন, অজান্তেই আপনার শরীরে করছে এই ক্ষতি

বাজেটে ঘোষণার পর এসব জিনিস সস্তা হল:

  • ক্যান্সার সম্পর্কিত তিনটি ওষুধের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের আমদানি শুল্কও প্রত্যাহার করা হয়েছে।
  • অত্যাবশ্যকীয় খনিজের উপর শুল্ক অনুমোদিত নয়।
  • সোলার সেল এবং সোলার প্যানেল তৈরিতে কর ছাড়।
  • মাছ ও জলজ খাদ্যের আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
  • সোনা ও রুপোর উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। গয়না সস্তা হবে।
  • প্ল্যাটিনামের উপর শুল্ক কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে।
  • মোবাইল ফোন ও যন্ত্রাংশ- পিসিবি ও মোবাইল ফোনের চার্জারের কাস্টম ডিউটি কমেছে ১৫ শতাংশ।

________

এই মুহূর্তে

আরও পড়ুন