HomeদেশTrain Rules: ট্রেন মিস? জানেন পরবর্তী কটা স্টেশন পর্যন্ত আপনার টিকিট ভ্যালিড...

Train Rules: ট্রেন মিস? জানেন পরবর্তী কটা স্টেশন পর্যন্ত আপনার টিকিট ভ্যালিড থাকবে?

এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে

হাওড়া: এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। এই সেবার ওপর ভরসা করে প্রতিদিন দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন লাখ লাখ মানুষ। তবে ঘন ঘন যাতায়াত করলেও অনেকেই ট্রেনের কিছু নিয়ম সম্পর্কে অবগত নন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনও নির্দিষ্ট স্টেশনে আপনার ট্রেনটি মিস করেন তবে আপনার কাছে পরে এটি আরোহণের সুযোগ রয়েছে। কিন্তু কতদিন বা কতদূর পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য?

[আরও পড়ুন]: কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? ঠান্ডা না গরম? জানেন?

ভারতীয় রেলের (Indian Railway) নিয়ম অনুযায়ী, টিকিটে উল্লিখিত স্টেশনে ট্রেনে চড়তে না পারলে আপনার বিকল্প একেবারেই শেষ হয়ে যায় না। পরবর্তী স্টপেজে আপনি এখনও ট্রেনে উঠতে পারেন।

[আরও পড়ুন]: ডেঙ্গু হলে শরীরে দুর্বলতা আসে, দ্রুত সুস্থ হওয়ার উপায় রইল

ধরুন আপনি হাওড়া থেকে টিকিট কিনেছেন, কিন্তু সেই স্টপেজে উঠতে পারেননি। সেক্ষেত্রে, আপনি এখনও পরবর্তী স্টপেজে একই ট্রেনে উঠতে পারেন। শুধু আপনাকে ২৪ ঘণ্টার মধ্য বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে হবে।

[আরও পড়ুন]: লুচিতে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। লুকিয়ে বাড়ছে বিপদ

টিটিই আপনার সিট অন্য কাউকে দিতে পারবে না। বোর্ডিং স্টেশন অতিক্রম করার পরে তারা কেবল অন্য যাত্রীকে সেই সিটটি বরাদ্দ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ওই সিটে অন্য কাউকে বসতে দেওয়া হবে না।

________

এই মুহূর্তে

আরও পড়ুন