তারকেশ্বর TV: অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মেয়েদের হোস্টেলের বাথরুমে গোপন ক্যামেরা পাওয়া গেছে, যাতে স্নান করার সময় মহিলাদের ছবি ধরা পড়েছে। এখানেই শেষ নয়; ছবিগুলি বিক্রি হচ্ছিল। তা দিয়ে চলছিল রম-রমিয়ে ব্যবসা। এই খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণন জেলার গুডলাভালেরু ইঞ্জিনিয়ারিং কলেজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।
[আরও পড়ুন]: ঝড়ে ছাতা উল্টে যায়? এই ছাতা গুলো দারুণ মজবুত। জানতেন?
রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল ছাত্রী ওই গোপন ক্যামেরা দেখতে পান। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দাবিতে চিৎকার ও বিক্ষোভ শুরু করেন তাঁরা। শুক্রবার সকাল পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল, সবাই ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) বলে স্লোগান দেন।
[আরও পড়ুন]: Goodbye: কোথাও যাওয়ার সময় ‘টাটা’ বলা হয়? কেন? কোথা থেকে এলো এই শব্দ?
এদিকে তদন্তে নেমে হোস্টেল থেকে এক সিনিয়র ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয় কুমার নামে ওই ছাত্র বিটেকের শেষ বর্ষে (BTech) পড়ছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ল্যাপটপ।
রিপোর্ট বলছে, মেয়েদের হোস্টেলের বাথরুম থেকে ৩০০ ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। পুলিশের দাবি, বেশ কয়েকজন ছাত্র টাকার বিনিময়ে এসব ভিডিও ও ছবি কিনেছেন। ধৃত বিজয় নামে ওই ছাত্রের থেকেই গোপনে তোলা ছাত্রীদের স্নানের ফুটেজ ও ছবি কেনা হচ্ছিল বলে অভিযোগ।
[আরও পড়ুন]: রক্তাক্ত ছেলে। ঘুম নেই বাবা-মা’র চোখে
হোস্টেলের ছাত্রীরা দিনের পর দিন তাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে শুনে আতঙ্কে ভয়ে শিহরিতও। যখনই শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয় তখনই তারা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ছেন।
পুলিশ সূত্রে খবর, বয়েজ হস্টেলের আর কোন কোন ছাত্র এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে কলেজের বাইরের কেউ যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
[আরও পড়ুন]: “কুবীর মানা অপেক্ষা কর। তোর সাথেও খেলা হবে”। প্রতিবাদে নামলেই হুমকি?
সম্প্রতি বেঙ্গালুরুর একটি জনপ্রিয় কফি শপের মহিলাদের শৌচাগারের ট্র্যাশ ক্যানে একটি গোপন ক্যামেরা পাওয়া গেছে। অভিযোগ, মহিলাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করতে এই ক্যামেরা ব্যবহার করা হত। এক কনটেন্ট ক্রিয়েটর একটি ব্যাগের ভেতর ক্যামেরা খুঁজে পাওয়ায় এ ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায়।
________