তারকেশ্বর TV: Amazon কিংবা Flipkart এ তো প্রতিদিনই দেখছেন ৬০০ এম এম, ৯০০ এম এম, ১২০০ এম এম, ১৪০০ এম এম এর মত সিলিং ফ্যান গুলি। এর থেকেও কি আর বড় ফ্যান আছে? কি মনে হয়? উত্তর: হ্যাঁ।
এই ফ্যান গুলিকে যদি এম এম এ হিসাব করা হয় তো ১২ ফুট বা ৩৬০০ এম এম। ১৬ ফুট বা ৪৮০০ এম এম। ২৪ ফুট বা ৭২০০ এম এম এর হয়ে থাকে।
প্রচন্ড গরমে রেল স্টেশন গুলিতে যাত্রীদের স্বস্তি দিচ্ছে হাই-ভলিউম লো-স্পীড পাখা!
এক নজরে কোন স্টেশন গুলিতে এই পাখার পরিষেবা।
Amar Bangla News এর রিপোর্ট অনুযায়ী, হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২ টি। ৭ টি নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় এইচভিএলএস পাখা রয়েছে। ২ টি এইচভিএলএস পাখা তারকেশ্বর, বুকিং অফিস এলাকায় এবং ১ টি বর্ধমান জং, স্লিপার ক্লাস ওয়েটিং হলে চালু আছে। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের এই বছর হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স, এলাকায় আরও ১১ টি এইচভিএলএস পাখা লাগানোর পরিকল্পনা রয়েছে।
এই এইচভিএলএস বড় ডানার পাখা গুলির বিশিষ্ট বৈশিষ্ট্যে হল, বিস্তৃত এলাকায় বাতাসের অভিন্ন বন্টন, সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করে।
একই সঙ্গে শব্দহীন ভাবে চলে। রক্ষণাবেক্ষণের ঝামেলা কম এবং গিয়ারলেস প্রযুক্তি।
সর্বোত্তম কর্মক্ষমতার জন্য নিরাপত্তা বৈশিষ্ট্য সহ এক্সট্রুড এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ব্লেড ব্যবহৃত হয়েছে।
________