Homeবিগ ব্রেকিংHowrah Mews: সাত সকালে বিপত্তি। গুদামের ছাদ ভেঙে মৃত্যু অনেকের

Howrah Mews: সাত সকালে বিপত্তি। গুদামের ছাদ ভেঙে মৃত্যু অনেকের

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

হাওড়া: ভোরে হাওড়ার একটি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছাদ ভেঙে চার শ্রমিকের মৃত্যু হয়। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান যে, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সিলিং ভেঙে পড়েছে। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

Search Special image

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাওড়ার ঘুসুড়িতে একাধিক বস্ত্র কারখানা গড়ে উঠেছে। পুরাতন ভবনগুলোতে এসব কারখানার গুদাম রয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিনের পুরানো ওই গুদামের বারান্দায় বিপুল পরিমাণ মালামাল মজুত ছিল। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও ওই বারান্দার নিচে বিশ্রাম নিচ্ছিলেন ৯ জন শ্রমিক।

[আরও পড়ুন]: কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? ঠান্ডা না গরম? জানেন?

[আরও পড়ুন]: Papaya benefits: পেঁপের গুন জানলে সব ছেড়ে এটাই খাবেন

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে বারান্দাটি ধসে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ কমিশনার ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হাওড়া পুরসভা, দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজ শুরু করেছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন