Homeহাওড়াHowrah Station: মারল ছুরি। দিন দুপুরে খুনের ঘটনা ঘটল হাওড়ায়। আতঙ্ক!

Howrah Station: মারল ছুরি। দিন দুপুরে খুনের ঘটনা ঘটল হাওড়ায়। আতঙ্ক!

মহিলাকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

তারকেশ্বর TV: হাওড়া স্টেশনে ভয়াবহ ঘটনা। মহিলাকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুঙ্গেশ যাদব।

আরও পড়ুন: মাথায় বাসা বেঁধেছে অ্যামিবা! দেখেই চিকিৎসকদের চক্ষু কপালে।

ইতিমধ্যেই হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। কেন এই ঘটনা ঘটল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। এদিকে ওই ব্যক্তির কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বনগান ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভুকে নিয়ে আসেন হাওড়া স্টেশনে। তাঁদের সঙ্গে ছিলেন মুঙ্গেশ। পিন্টু এবং মুঙ্গেশ যাদব মুম্বইয়ের একই জায়গায় কাজ করেন। ২৩ নম্বর প্ল্যাটফর্মে সবাই চা খাচ্ছিল। হঠাৎ মুঙ্গেশ পিন্টুকে ওষুধ কিনতে পাঠায়। পিন্টু যখন ওষুধ কিনতে যায়, তখনই মুঙ্গেশ রিভুর পেটে ছুরি মারে।

আরও পড়ুন: গরমে রেল স্টেশন গুলিতে যাত্রীদের স্বস্তি দিচ্ছে লম্বা এই ফ্যান।

মুহূর্তের মধ্যে হাওড়া স্টেশনে শোরগোল শোনা যায়। মহিলা চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। এ সময় মুঙ্গেশ ছুরি দেখিয়ে সবাইকে ভয় দেখায়। এরপরই তাঁকে ধরে ফেলে আরপিএফ। বিয়ে করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তার থেকে অনেক টাকা নিয়েছিল ওই মহিলা বলে জানিয়ে দিয়েছেন মুঙ্গেশ। কিন্তু বিয়ে করছিল না। ফলে বাধ্য হয়েই এই ঘটনা ঘটিয়েছেন তিনি।

আরও পড়ুন: কোটি টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে

সূত্রের খবর, গাইঘাটার বাসিন্দা ওই মহিলা তাঁর স্বামী ও দুই সন্তানকে হাওড়ায় নিয়ে আসেন। হাওড়া স্টেশনের বাইরে আসতেই মহারাষ্ট্রের বাসিন্দা মঙ্গেশ যাদব ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালায়। অভিযোগ, রিভুর ও মঙ্গেশের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রিলেশনে দশ লাখ টাকা নেওয়া হয় বলে দাবি করা হয়, এরপরই সম্পর্কের ইতি টানেন ওই মহিলা। রাগের মাথায় সে খুন করে। ধৃত মঙ্গেশকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে গোলাবাড়ি থানা পুলিশ।

________

এই মুহূর্তে

আরও পড়ুন