HomeদেশLift Collapse: লিফট ছিড়ে ১৮০০ ফুট নিচে। খনি গর্ভে আচমকা বিপদ

Lift Collapse: লিফট ছিড়ে ১৮০০ ফুট নিচে। খনি গর্ভে আচমকা বিপদ

মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানে

তারকেশ্বর TV: রাজস্থানের তামার খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুন জেলার হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে। দুর্ঘটনার সময় লিফটে ১৪ জন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। সর্বশেষ আপডেটে জানা গেছে যে চৌদ্দজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুন: মোবাইল রিচার্জে গুনতে হবে ৫০ থেকে ২৫০ টাকা বেশি। ভোটের পরই সিদ্ধান্ত

প্রাথমিকভাবে জানা গেছে যে লিফটের বয়স বাড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান কার্যালয় কলকাতায়। কলকাতা থেকে ভিজিল্যান্স আধিকারিকরা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। দুর্ঘটনার পর লিফটটি প্রায় ১৮০০ ফুট নিচে পড়ে যায়। দীর্ঘ চেষ্টার পর প্রথমে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। খনি কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ চেষ্টার পর আরও ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পার্শ্ববর্তী কেসিসি হাসপাতালের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিকটবর্তী হাসপাতাল থেকে চিকিৎসক ও কর্মীদের হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: ট্রেনে উঠে ভুলেও এই কাজ নয়। হতে পারে হাজতবাস।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে ওই খনিতে নজরদারির কাজ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৪ সদস্যের ভিজিল্যান্স টিম নিয়ে খনিতে নেমেছিলেন এক আধিকারিক। রাত ৮টা থেকে ১০টার দিকে খনি থেকে বের হওয়ার সময় লিফট বিকল হয়ে যায় এবং এই দুর্ঘটনা ঘটে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন