তারকেশ্বর TV: ভারতীয় হেলিকপ্টার চালানোর মতো সামর্থ্য মালদ্বীপের (Maldives) সেনাবাহিনীর নেই! শেষ পর্যন্ত এই রূঢ় বাস্তবতা মেনে নিতে বাধ্য হয় ‘চীনপন্থী’ মোহাম্মদ মুইজুর সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মামুন সাফ জানিয়েছেন, মালদ্বীপের সামরিক বাহিনীকে ভারতীয় হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর তড়িঘড়ি চলে যাওয়ায় প্রশিক্ষণ অসম্পূর্ণ থেকে যায়।
আরও পড়ুন: কিনতে না পারলে। এসি ভাড়া নিয়ে নিন। ভাড়া পাওয়া যায়
গত কয়েক বছরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা মোতায়েন ছিলেন। মালদ্বীপে থাকাকালীন তারা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন। মানবিক কারণে দীর্ঘদিন ধরে মালদ্বীপকে সহায়তা দিয়ে আসছে তারা। তবে নির্বাচনে জয়লাভের পর মালদ্বীপের প্রেসিডেন্ট দেশ থেকে ভারতীয় সেনাবাহিনীকে ‘বহিষ্কার’ করার সিদ্ধান্ত নেন। সেই ঘোষণা অনুযায়ী আগামী এক মাসের মধ্যেই ভারতীয় সেনা জওয়ানরা দেশে ফিরে আসেন। তবে ভারতীয় বিমান ও হেলিকপ্টার রয়ে গেছে দ্বীপরাষ্ট্রটিতে। ভারতীয় বেসামরিক কর্মীরা ওই ফ্লাইটগুলো পরিচালনা করবেন।
আরও পড়ুন: আপনার স্বামী বা স্ত্রীর এই গ্রুপ থাকলে সুখবর আপনার জন্য
মালদ্বীপে অ-সামরিক কর্মীদের মোতায়েনের বিষয়েও মুইজ্জু আপত্তি জানিয়েছিলেন। তাঁর দাবি, সাধারণ পোশাকে মালদ্বীপে ঢুকছে ভারতীয় (India) সেনারা। যদিও পরে তাঁর নিজের অফিস থেকে এই দাবি খারিজ করে দেওয়া হয়। গত শুক্রবার মালদ্বীপের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ১০ তারিখ বেঁধে দেওয়া সময়সীমার আগেই ভারতীয় সেনা আধিকারিকরা দেশ ছেড়েছেন। তার পর থেকেই ভারতীয় উড়ান পরিচালনা নিয়ে সমস্যায় পড়েছে মালদ্বীপের সেনাবাহিনী। কারণ মালদ্বীপ সেনার পাইলটদের দিয়ে ভারতের উন্নত বিমান চালানোর সক্ষমতা মালদ্বীপের নেই।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে খাটো ডাক্তার। আছেন আমাদের দেশেই। উচ্চতা ৩ ফুট।
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনাসামনি জানিয়েছেন, এই বিমান অভিযান পরিচালনার জন্য মালদ্বীপের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল ভারতীয় সেনা। কিন্তু নানা কারণে সেই প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। ফলে হেলিকপ্টার ও বিমান থাকলেও সেগুলো ব্যবহার করা হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপের ভারতীয় সেনাকে ‘তাড়াতে’ কার্যত উঠেপড়ে লেগেছিল মালদ্বীপ। এখন ‘চীনপন্থী’ এই দেশ তারই মাশুল গুনছে।
________