HomeবিদেশSouthwest Airlines: ফ্লাইটে লাগেজ কেবিনে শুয়ে আছে মহিলা। তারপর যা হল...

Southwest Airlines: ফ্লাইটে লাগেজ কেবিনে শুয়ে আছে মহিলা। তারপর যা হল…

তারকেশ্বর TV: “কতই রঙ্গ দেখি দুনিয়ায়” – তেমনি কিছু বলতে চলেছি এই আর্টিকেল এ। বিমান ভ্রমণ একটি উপভোগ্য অভিজ্ঞতা। কিন্তু আজকাল বিমান সংস্থাগুলির এমন উদ্ভট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারকারীরা অবাক হয়ে যাচ্ছে। কখনও বিমানে কেউ কাউকে চড় মারেন, আবার কেউ অন্যের গায়ে প্রস্রাব ছিটিয়ে দেন। কিন্তু এবার যা ঘটল, তা সত্যিই অদ্ভুত।

আসলে ভাইরাল হওয়া এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে একজন মহিলা বিমানের লাগেজের উপরে ঘুমোচ্ছেন। জানা গেছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্স এ ঘটনার জন্য দায়ী। এই ভিডিওটি প্রথমে টিকটকে (TikTok) পোস্ট করা হয়েছিল।

এটি 50 লাখেরও বেশি দেখা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- সাউথওয়েস্ট এয়ারলাইন্স সত্যিই অসতর্ক। পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জনপ্রিয় হয়ে ওঠে এই ক্লিপ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,  লাগেজের বগিতে আরাম করে ঘুমাচ্ছেন এক মহিলা।

আরও পড়ুন: কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের ভয়ংকর স্মৃতি ফিরে আসবে না তো?

তবে ওই মহিলা যাত্রী নাকি ক্রু মেম্বার তা এখনও স্পষ্ট নয়। কেন তিনি লাগেজের বগিতে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাও অজানা। তবে এই মহিলার কীর্তি মানুষকে অবাক করেছে। কেউ মন্তব্য করেছেন যে এই ঘটনা সম্পর্কে তাদের আরও তথ্য প্রয়োজন।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন কিভাবে তারা সেখানে উঠে শান্তিতে ঘুমাচ্ছেন! কেউ কেউ মজা করে এমনও লিখেছেন, যে কেউ আমার সিটে বসলে আমি তাকে তুলতে চাই না। কমেন্ট সেকশন ভরে গেছে অসংখ্য হাসির ইমোজিতে।

আরও পড়ুন: সঙ্গীর মন জিততে মেনে চলুন এই টিপস – প্রেমিকা হাঁটুর বয়সী হলেও ক্ষতি কি!

বিমান সংস্থার তরফে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মজার ব্যাপার হলো, এমন ঘটনা এই প্রথম নয়। এমনকি গত বছরও ২০২৩ সালে জিব্রাল্টার থেকে স্পেনগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে লাগেজ কম্পার্টমেন্টে ঘুমন্ত অবস্থায় ধরা পড়েছিলেন এক যাত্রী। একইভাবে ২০১৯ সালে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেনডেন্ট ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের লাগেজ বগিতে ঘুমন্ত অবস্থায় ধরা পড়েন।

এই পোস্টটি একদিন আগে ১০ মে, ২০২৪ থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে প্রদর্শিত হতে শুরু করে। আর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। এই ছবি দেখার পর আপনার কী মনে হচ্ছে? কমেন্টে জানাবেন।

________

Latest news

Related news